প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স বেছে নিলেন তার পছন্দের সেরা আইপিএল একাদশ। নিয়ম মেনেই এই একাদশে রেখেছেন চারজন বিদেশি ক্রিকেটারকে। সেই সাথে ডিভিলিয়ার্স এটাও পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ব্যাটিং করবেন চার নম্বরে। তবে ডিভিলিয়ার্সের এই সেরা একাদশের অধিনায়ক কে?
এইদিন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সাথে আলোচনা করছিলেন ডিভিলিয়ার্স। সেই সময় ডিভিলিয়ার্স জানিয়েছেন তার পছন্দের সেরা আইপিএল একাদশ। ডিভিলিয়ার্স তার পছন্দের সেরা আইপিএল একাদশের ওপেনিংয়ে রেখেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেওয়াগ এবং বর্তমান ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে, তিন নম্বরে রেখেছেন তার দীর্ঘদিনের বন্ধু তথা ভারত অধিনায়ক বিরাট কোহলি কে, এবং চার নম্বরে স্বয়ং তিনি নিজেই নামবেন বলে জানিয়েছেন। পাঁচ নম্বরে রেখেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে।
এবং ছয় নম্বরে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কে এবং ডিভিলিয়ার্সের দলের নেতৃত্বভারও রয়েছে ধোনির কাঁদে। সাত এবং আট নম্বরে রয়েছেন যথাক্রমে জাদেজা এবং রাশিদ খান। ডিভিলিয়ার্সের দলের তিন পেসার হলেন, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং কাগিসো রাবাডা। তবে ডিভিলিয়ার্স চার নম্বর পজিশনে নিজেকে ছাড়াও পরিবর্ত হিসাবে কেন উইলিমানসন এবং স্টিভ স্মিথের নামও রেখেছেন।