কয়েকমাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। তবে অবসর ভেঙে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফিরতে চেয়েছিলেন ডিভিলিয়ার্স। এমনটাই জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি’কক। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিয়েছে আইসিসি। সেই কারণে ডিভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনাও বিশবাঁও জলে।
ডি’কক জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সমস্ত ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ডিভিলিয়ার্স। এমনকি তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। শুধুমাত্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন ডিভিলিয়ার্স। কিন্তু যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গিয়েছে তাই এখন ডিভিলিয়ার্সের আশা শেষ বলে মনে করছেন ডি’কক।
সবাইকে অবাক করে 2018 সালে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ডিভিলিয়ার্স। তারপর তিনি 2019 বিশ্বকাপে ফিরতে চেয়েছিলেন বলে জানা গিয়েছিল, কিন্তু সেই সময় দক্ষিণ আফ্রিকা দলে তাকে সুযোগ দেওয়া হয়নি। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের জার্সি গায়ে ফের মাঠে নামতে চেয়েছিলেন ডিভিলিয়ার্স।