দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স অবসর ভেঙে 2019 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ফিরতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় সেটা সম্ভব হয়নি। তারপর দক্ষিণ আফ্রিকার হেডকোচ মার্ক বাউচারের কথায় উদ্বুদ্ধ হয়ে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ডিভিলিয়ার্সকে। অনেকেই ভেবেছিলেন তাহলে হয়তো ফের দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এবিডি। কিন্তু আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিল করোনা ভাইরাস।
এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস এতটাই প্রভাব ফেলেছে যে বিশ্বজুড়ে সমস্ত ধরনের ক্রিড়া বিশেষ করে ক্রিকেট পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে। আর এমন অবস্থায় অনেকেই মনে করছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ এই বছর না হয়ে পরের বছর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রসঙ্গে ডিভিলিয়ার্স জানিয়েছেন এই বছর আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তৈরি হয়ে ছিলাম কিন্তু পরের বছর আমার শারীরিক অবস্থা কোন পরিস্থিতির মধ্যে থাকবে সেটা কারুরই জানা নেই। এছাড়াও ডিভিলিয়ার্স জানিয়েছেন আগামী ছয় মাস এই বিশ্ব কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সেটাই এখন দেখার অর্থাৎ ডিভিলিয়ার্সের এই সমস্ত কথাবার্তার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডিভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে।
এরই পাশাপাশি ডিভিলিয়ার্স জানিয়েছেন সাউথ আফ্রিকা ক্রিকেট দলের হেড কোচ মার্ক বাউচারের সাথে কথা বলে এই বছর বিশ্বকাপ খেলার জন্য আমি প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু এই বছর বিশ্বকাপ যদি না হয়ে আরও দেরীতে হয় তাহলে আমি আদৌ কি ফিট থাকতে পারব সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই কারণেই আমার জাতীয় দলে ফেরা নিয়ে আমি কাউকে আর প্রতিশ্রুতি দিতে চাইনা।