বাংলা hunt:- মৃতদেহ সৎকার করতে এসে গঙ্গায় তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার করলো পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে গতকাল বিকালে নদিয়ার করিমপুর থেকে লতিকা দাস (৪৯) নামে তার এক নিকট আত্মীয়ার দেহ সৎকার করতে অন্যান্য শ্বশান যাত্রীদের সঙ্গে সে নবদ্বীপ মহা শ্মশানে এসেছিলেন, করিমপুর রহমতপুরের বাসিন্দা শিবু দাস(৫০)। সন্ধ্যায় লতিকা দেবীর দেহটি দাহ করার পর , অন্যান্য স্বশান যাত্রীদের সঙ্গে শিবু দাস ও শ্মশান লাগোয়া ঘাটে স্নান করতে নামেন। এরপর সবার অলক্ষ্যে কখন যে তিনি গভীর জলে চলে গিয়েছেন তা লক্ষ্য করেনি কেউ। যখন তার খোঁজ পরে ততক্ষনে শিবু দাস তলিয়ে গিয়েছেন। এই ঘটনার কথা শ্মশান কতৃপক্ষ কে
জানালে, কতৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানান। শ্মশান কতৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় নবদ্বীপ থানার পুলিশ। পরে একটি নৌকা দিয়ে তলিয়ে যাওয়া সবযাত্রীর খোঁজে তল্লাশি চালানো হয়। পাশাপাশি খবর দেওয়া হয় দুর্যোগ মোকাবিলা বাহিনী কে। দুর্যোগ মোকাবিলা বাহিনী ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছালেও রাত বেশি হওয়ায়, তলিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান চালাতে পারেনি। মঙ্গলবার ভোরে ওই ব্যক্তির সন্ধান চালাতে থাকে। যদিও বিকেলের আগে সাফল্যের মুখ তারা দেখতে পায়নি। বিকেল প্রায় সাড়ে তিনটায় নাগাদ শ্মশান লাগোয়া স্নানের ঘাটের একেবারে কাছেই তলিয়ে যাওয়া শিবু দাসের দেহটির সন্ধান পান তারা। পুলিশের সহজোগিতায় দেহটি কে গঙ্গার পারে নিয়ে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনালের হাসপাতালে নিয়ে যায়ময়না তদন্তের জন্য পুলিশ। দেহ উদ্ধারের খবর এলাকায় পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া।