দেশের প্রিমিয়াম ট্রেনের খাবারে ভাসছে মরা আরশোলা! বন্দে ভারতের পরিষেবায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

   

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। শুধু তাই নয়, ইতিমধ্যেই দেশজুড়ে সফর শুরু করেছে বন্দে ভারতের (Vande Bharat Express) মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন। যদিও, এই ট্রেনের পরিষেবা শুরু হলেও বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বন্দে ভারত।

সেই রেশ বজায় রেখেই এবার একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বন্দে ভারতের সিল করা খাবারের মধ্যে মিলেছে মরা আরশোলা। যার ফলে স্বাভাবিকভাবেই ট্রেনের খাবারের গুণমান নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, এক দম্পতির খাবারের প্যাকেটের মধ্যে ওই মরা আরশোলা দেখতে পাওয়া যায়।

Dead Cockroach floating in Vande Bharat's food.

এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৮ জুন। সেদিন ভোপাল থেকে আগ্রা যাচ্ছিলেন ওই দম্পতি। যেহেতু নন-স্টপ বন্দে ভারত এক্সপ্রেসে ট্রেনেই যাত্রীদের খাবার দেওয়া হয় সেদিনও তাই হয়েছিল। কিন্তু ওই দম্পতি যখন তাঁদের খাবারের প্যাকেট খুলে দেখেন সেখানেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। সেখানে মরা আরশোলা ভাসতে দেখা যায়। তারপরেই ওই খাবারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দম্পতির ভাইপো।

আরও পড়ুন: কলকাতা থেকে শুরু করে মুম্বাই! দেশজুড়ে ৬০ হাজার কোটির সম্পত্তি বিক্রির পথে LIC, কি হবে এত টাকা?

পাশাপাশি, ওই ছবিতে তিনি IRCTC-কে ট্যাগ করে দেন। এর পাশাপাশি, সামগ্রিক বিষয়টির জন্য যাতে কড়া ব্যবস্থা না হয় সেই দাবিও তিনি জানান। এমতাবস্থায়, ওই পোস্টটি পোস্টটি নজরে পড়ে IRCTC-র। তারপরেই ঘটনাটির জন্য IRCTC কর্তৃপক্ষ ওই দম্পতির কাছে ক্ষমা চেয়েছে।

আরও পড়ুন: অসম্ভব! মাত্র ৯ ঘণ্টায় তৈরি হল গোটা রেল স্টেশন, কোথায় জানেন?

এছাড়াও, IRCTC-র তরফে জানানো হয়েছে যে, “সফরকালে এই অনভিপ্রেত অসুবিধার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। এই ঘটনার জন্য সার্ভিস প্রোভাইডারকে জরিমানা করা হবে। আমরা এরপর থেকে আরও সতর্ক থাকব।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বন্দে ভারত এক্সপ্রেস দেশের প্রিমিয়াম ট্রেন হিসেবে বিবেচিত হয়। কিন্তু, এই ট্রেনে খাবারের গুণমানের বিষয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। যার পরিপ্রেক্ষিতে যাত্রীরা প্রিমিয়াম ট্রেনের এহেন “খারাপ” পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর