বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে ভুয়ো টিকাকরণ (vaccine) নিয়ে জেরবার বঙ্গ রাজনীতি। প্রতিদিনই ভুয়ো ভ্যাকসিন কান্ডের কোন না কোন খবর প্রকাশ্যে আসছে। আবার সরকারী বা বেসরকারী মাধ্যমে ভ্যাকসিন নিতে গিয়েও সংকটে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে আরও একটি ঘটনা সামনে এসেছে, যা দেখে চক্ষুচড়কগাছ স্বাস্থ্য দপ্তরের।
মৃত ব্যক্তির নামে টিকাকরণের শংসাপত্রের ম্যাসেজ এল তারই ছেলের মোবাইলে। অথচ, ছেলে ভ্যাকসিন নিলেও, তাঁর শংসাপত্রের কোন ম্যাসেজ আসেনি। উল্টে ছেলের ভোটার আইডি নম্বর দিয়েই ম্যাসেজ এল বাবার শংসাপত্রের। যা দেখে ছেলের মন্তব্য, ‘স্বর্গ থেকে কি টিকা নিলেন বাবা?’
ঘটনাটি ঘটেছে রামপুরহাটের (rampurhat) কবিচন্দ্রপুর গ্রামের বাসিন্দা অমর মণ্ডলের সঙ্গে, যিনি তারাপীঠ মন্দিরের কাছে প্রসাদি প্যাড়া বিক্রেতা। জানা গিয়েছে, স্থানীয় বালিয়া গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের টিকাকরন শিবির থেকে গত ১ লা এপ্রিল মা তোলাবতী ও স্ত্রী জ্যোতস্না মণ্ডলকে নিয়ে করোনা টিকা নেন অমর মণ্ডল। টিকা নেওয়ার পর নিয়মমাফিক তাঁর মোবাইলে প্রথম শংসাপত্রের ম্যাসেজও চলে আসে। কিন্তু তাঁরা তিনজন টিকা নিলেও, ম্যাসেজে আসে ৪ জনের নাম, যেখানে তাঁর মৃত বাবার নামেও শংসাপত্র আসে।
এবিষয়ে অমর মণ্ডল জানান, ‘বাবা দুলাল মণ্ডল মারা গিয়েছেন ২০০৭ সালে। কিন্তু বর্তমান সময়ে আমি, আমার মা এবং স্ত্রী টিকার প্রথম ডোজ নেওয়ার পর ফোনে বাবার নামেও ম্যাসেজ আসে। এমনকি ১৫ ই মে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও সেখানে বাবার নামে ম্যাসেজ আসে। তবে স্ত্রীর শংসাপত্র ঠিকঠাক এলেও, মায়েরটা আসেইনি। আর আমারটা পেলেও, সেখানে ভুয়ো ভোটার আইডি নম্বর রয়েছে। আবার আমার ভোটার আইডি নম্বর দিয়ে মৃত বাবার নামে একটি শংসাপত্র এসেছে। স্বর্গ থেকে কি টিকা নিলেন বাবা?’
এইঘটনার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। কিভাবে ভুল ডেটা এন্ট্রি করা হল, তা নিয়ে খতিয়ে দেওয়া হচ্ছে।