সতীপীঠের জীবিতকুন্ডুর জলে ডুবে মৃত্যু হলো এক পূর্ণার্থীর

সৌতিক চক্রবর্তী,রামপুরহাট ৩ আগস্ট: শনিবার বেলা ১১ টা নাগাদ রামপুরহাটের তারাপীঠে জীবিত কুন্ডুর জলে ডুবে মৃত্যু হলো এক পূর্ণার্থীর । স্থানীয় সূত্রে জানা গেছে মৃত্যু ব্যাক্তির নাম যীশু সেন গুপ্ত বয়স ৩৯ আসাম রাজ্যের রেহেঙ্গীরি অঞ্চলের বাসিন্দা ।

IMG 20190803 WA0010

ছবিঃ- ভেসে উঠেছে মৃতদেহ। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপরিবার মিলে সতীপীঠ দর্শনে এসেছিল। আজ সকালে কুন্ডুর জলে ডুবে যায় ঔ ব্যক্তি। স্থানীয় ভক্ত বৃন্দের চোখে পড়ে তাঁর মৃত দেহ । তাঁকে উদ্ধারের জন্য পুলিসে খবর দেওয়া হয় তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

 

এক এলাকাবাসী জানান,কুন্ডুর জলে স্নান করতে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর