বাংলা হান্ট ডেস্ক : রণক্ষেত্র সুদান (Sudan Civil War)। গত সোমবার, আফ্রিকা মহাদেশের এই দেশে পরষ্পর বিরোধী দুই পক্ষের সঙ্গে আলোচনার পর ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে আমেরিকা (America)। সেই যু্দ্ধবিরতি চলাকালীনই সেই দেশের মাটিতে প্রাণ যায় এক মার্কিন নাগরিকের। এই বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করে আমেরিকার পররাষ্ট্র দফতর।
গতকাল বুধবার মার্কিন ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, ‘নিহতের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সুদানী সশস্ত্র বাহিনী এবং ব়্যাপিড অ্যাকশন ফোর্স – দুই নেতৃত্বকেই স্পষ্ট জানিয়েছি যে তারা অসামরিক ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা তাদের দায়িত্ব। এর মধ্যে অন্যান্য দেশের মানুষ এবং মানবিক সহায়তা কর্মীরা যাঁরা সেখানে মানুষের প্রাণ বাঁচাতে কাজ করছেন, তাঁরাও আছেন।’
In Sudan, a second American is reported to have been killed. Take a look at the ever-deteriorating scene:pic.twitter.com/6PsJmRaTs7
— Steve Hanke (@steve_hanke) April 26, 2023
মার্কিন নাগরিকরে মৃত্যু হলেও জন কিরবির দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে ৭২ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল সুদানের দুই পক্ষ, তা মোটের উপর মানা হয়েছে। তবে, সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তার মধ্যেও সংঘর্ষ হয়েছে। কিরবি আরও জানান, মার্কিন সরকারের পক্ষ থেকে বারবার হিংসা বন্ধ করার আবেদন করা হয়েছে।
এদিকে, সুদানে চলতে থাকা সংঘর্ষে এক ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক এই তথ্য জানিয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতের মৃতদেহ সুদানের রাজধানী খার্তুমে রয়েছে। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন যে সুদানে নিরাপত্তা সম্পর্কিত বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং ভারতের প্রচেষ্টা রয়েছে সেখানে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেন, ভারত তার নাগরিকদের নিরাপত্তার জন্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেছিলেন যে, ‘আমরা অনুমান করছি যে প্রায় ৩৫০০ ভারতীয় নাগরিক এবং প্রায় ১০০০ ভারতীয় বংশোদ্ভূত মানুষ (POI) সেখানে বসবাস করছেন’।
কোয়াত্রা আরও জানান, ‘যেখানে লড়াই চলছে সেখানে পরিস্থিতি খুবই অস্থির ও পরিবর্তনশীল। যে কারণে সুদানে বিবাদমান দুই পক্ষের মধ্যে কোন এলাকায় আধিপত্য রয়েছে তা বলা মুশকিল। তবে আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।’