সাতসকালে পুকুর থেকে আসছিল পচাগন্ধ, ভালো করে খোঁজ করতেই আঁতকে উঠলেন গ্রামবাসীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শীতের সকালে চাঞ্চল্যের সৃষ্টি হল বাসন্তীতে। গ্রামের একটি পুকুরের ধার দিয়ে যারা হেঁটে চলেছেন তারা প্রতি মুহূর্তে শিউরে উঠছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া এলাকার। মঙ্গলবার সকালে এই গ্রামের একটি পুকুরে স্থানীয়রা একটি মৃতদেহ ভাসতে দেখেন।

স্থানীয়দের কথায়, কয়েকজন গ্রামবাসী এই পুকুরের ধার দিয়ে সকালবেলা যাচ্ছিলেন। সেই সময় তারা আতঙ্কে চিৎকার করে ওঠেন। একটি যুবকের মৃতদেহ দেখা যায় পুকুরে। সেটা থেকে পচা গন্ধও বের হচ্ছিল। এছাড়াও অনেকক্ষণ জলে থাকায় ফুলে গিয়েছিল দেহটি। চাঞ্চল্যকর এই খবরটি পেয়ে গ্রামবাসীরা জড়ো হন পুকুর চত্বরে।

এরপর লাঠি দিয়ে মৃতদেহটিকে আনা হয় পুকুর পাড়ের দিকে। এরপর পুলিশ এসে দেহটিকে তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত এই যুবকের পরিচয় সম্বন্ধে কিছু জানা যায়নি। স্থানীয় সূত্রের খবর, অজ্ঞাত পরিচয়ের এই যুবকের মৃতদেহ বাসন্তী থানার পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবক স্থানীয় কেউ নয়। তাকে খুন করে গ্রামের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। যুবকের পরিচয় সম্বন্ধে জানার চেষ্টা করছে পুলিশ।

বাসন্তী থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। সাতসকালে এই কান্ড দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাসন্তী এলাকা জুড়ে। এছাড়াও কিভাবে গ্রামের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। অন্যদিকে এলাকার নিরাপত্তা নিয়েও তারা উষ্মা প্রকাশ করেছেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X