ভারতের হাতে আসছে মারাত্মক ড্রোন! চোখের পলকে ধ্বংস হবে শত্রু বিমান, ভয় পাচ্ছে চিনও

বাংলা হান্ট ডেস্ক : আরও শক্তিশালী হচ্ছে ভারত (India)। প্রতিরক্ষা ক্ষেত্রে অন্তত কয়েক পা এগিয়ে গেল দেশ। ছোট আকারের মারণাস্ত্র হিসাবে ব্যবহার হতে পারে এমন ড্রোন তৈরি হল ভারতে। বলা চলে সশস্ত্র ড্রোন। তার সঙ্গেই যুক্ত থাকবে ছোট্ট মিসাইল। তবে এটা এতটাই শক্তিশালী হবে যে কিছুক্ষণের মধ্যে শত্রুর ট্যাঙ্কও ধ্বংস করে দিতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ধরনের ড্রোন তৈরি করতে পারে। তবে এবার সেনার মেক-২ প্রকল্পের আওতায় একটি বেসরকারি কোম্পানি এই সশস্ত্র ড্রোন তৈরি করেছে।

drones

সেনা সোর্স সূত্রে জানা গিয়েছে, সেনার সঙ্গে সমণ্বয় রেখে ৩০-৪০টি কোম্পানি ভারতে এই ধরনের ড্রোন তৈরি করছে। সেনার প্রয়োজন অনুসারে এই ড্রোন তৈরি করা হবে। এর সঙ্গে ১০-১২ কেজি ওজনের একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যুক্ত থাকবে। প্রায় ১৫-২০ কিমি দূরে গিয়ে এটি মিসাইল অ্যাটাক করতে পারবে দাবি করছে ডিআরডিও।

ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেনান্ট জেনারেল বিএস রাজু এই ড্রোন তৈরির বিষয়টি স্বীকার করেছিলেন। পার্লামেন্টের একটি কমিটির কাছে এনিয়ে তিনি জানিয়েছিলেন। তিনি জানান, আমরা এমন ড্রোন তৈরি করেছি যেটা মিসাইল দিয়ে ১৫-২০ কিমি দূরে থাকা একটি ট্যাঙ্ককেও উড়িয়ে দিতে পারে।

সূত্রের খবর, মূলত ছোট ও মাঝারি সাইজের এই ড্রোন তৈরি করা হচ্ছে। এতে খরচও কম পড়বে কিন্তু একেবারে আগুনের গোলা গিয়ে পড়বে শত্রুর ট্যাঙ্কে। প্রাথমিকভাবে ৫০০টি এই ধরনের সশস্ত্র ড্রোন প্রথম দফায় কেনা হবে বলে জানা যাচ্ছে। তবে একাধিক ভৌগলিক এলাকায় এই ড্রোনের ব্যবহার করার জন্য এগুলিকে একাধিক পরীক্ষা করা হবেই জানিয়েছে প্রতিরক্ষা দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর