পরপর ভূমিকম্প ফিলিপিন্সে,মৃত ৮, প্রবল ক্ষয়ক্ষতি

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শনিবার স্থানীয় সময় ভোর ৪টে ১৬মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। তারপর থেকে ৯টা ২৪ মিনিট পর্যন্ত চলতে থাকে আফটার শক। স্থানীয় বাসিন্দারা এগুলা বলতে পারছে না ঠিক কতবার এ কম্পন অনুভূত হয়। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে ফিলিপিন্স এর বাসিন্দাদের মধ্যে।

download 2 1

সাধারণত ভূমিকম্পের পর আফটার শক এর তীব্রতা কম থাকে। কিন্তু এ দিনের পরপর কম্পনের মাত্রা ছিল ৫.৪ থেকে ৫.৯ এর মধ্যে। ভূমি কম্পনের ফলে ফিলিপিন্সের উত্তর বাতানেস দ্বীপের বহু বাড়িঘর ও চার্চ ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৮ জনের। আহত হয়েছেন বহু।

ফিলিপিন্সের এদিনের ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের সাথে সাথে প্রশাসনও বেশ খানিকটা চিন্তিত। ভেঙে পড়া ধ্বংসস্তূপ সরিয়ে প্রশাসন উদ্ধার কার্য শুরু করেছে। সানি ও বাসিন্দাদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। ভূমিকম্প হলেও মনে করা হচ্ছে সুনামির কোন আশঙ্কা নেই।

ad

সম্পর্কিত খবর