বাংলাহান্ট ডেস্ক: কাবুলে বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৩৪ জন। জানা গিয়েছে, বুধবার কাবুলের একটি থানার বাইরে গাড়িবোমা বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ৯টার দিকে একটি গাড়িকে চেকপোস্টের ঢুকতে বাধা দেওয়া হয়। গাড়ি থেকে বাধা দেওয়ার সঙ্গে সঙ্গেই জোড়ালে বিস্ফোরণ হয়।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,’একটা জোরে আওয়াজ শুনতে পেলাম। তবে তীব্রতায় আমার দোকানের সব জানালা ভেঙ্গে পরলো। ‘ বিস্ফোরণের আসল কারন এখনো জানা যায়নি। এখনো পর্যন্ত কোন জঙ্গী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ‘