করোনাতেই শেষ নয়! আমাজন থেকেও ছড়িয়ে পড়তে পারে মারন ভাইরাস

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনাতেই ( corona virus) ক্ষান্ত হবে না ভাইরাসের ( virus) আক্রমণ। ব্রাজিলের আমাজন ( amazon) বৃষ্টি অরণ্য থেকেও ছড়িয়ে পড়তে পারে মারন ভাইরাস। তা ফের একবার চেহারা নিতে পারে অতিমারির এমনই আশঙ্কার কথা শোনাচ্ছেন বিজ্ঞানীরা।

করোনার কারনে এখনো পর্যন্ত বিশ্বব্যাপী অব্যাহত মৃত্যু মিছিল, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখের বেশী মানুষের। লকডাউনে ভেঙে পড়েছে বিশ্ব অর্থনীতি। এরই মধ্যে আরো একটি দুঃসংবাদ শোনালেন বিজ্ঞানীরা। তাদের মতে, পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য আমাজন থেকেও ছড়িয়ে পড়তে চলেছে মারন ভাইরাস।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বনভূমিতে বহু প্রাণী রয়েছে আর তাদের শরীরের রয়েছে অজানা প্রাণঘাতী ভাইরাস।গতবছর অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে 10 হাজার বর্গকিলোমিটার বেশি বনভূমি ধ্বংস করা হয়েছিল। চলতি বছরেও নষ্ট হয়েছে বনভূমির কিছু অংশ। এই ভাবে বনাঞ্চল ধ্বংস হতে শুরু করলে অচিরেই সেই সব ভাইরাস মানুষের সংস্পর্শে আসবে।

মানব সংস্পর্শে এসে যদি ঐ ভাইরাস একবার বাসা বাঁধতে পারে তবে তা থেকে সংক্রমণ ঠেকানো মুশকিল হবে। ব্রাজিলের পরিবেশ বিজ্ঞানের ডেভিড লাপোলা জানিয়েছেন মানুষ বনাঞ্চল ধ্বংস করে গভীর জঙ্গলে প্রবেশ করলে সেই ভাইরাসের সংক্রমিত হবে। যে হারে আমাজন ধ্বংস হচ্ছে তাতে খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে বলে মনে করছেন তিনি।


আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি। ৭০ লক্ষ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরন্যের প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। ৯ টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। আমাজন অরণ্য ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা।

পৃথিবী জুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেক টাই এই অরণ্য নিজেই। নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই আমাজন।এই বনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ১৬০০০ প্রজাতিতে বিভক্ত।

X