এবার কূলতলি! মূক ও বধির মহিলাকে ধর্ষণ, TMC-র বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

Published On:

Rape,Rape Case,Deaf-Mute Woman,Kultali,Allegation,TMC,West Bengal,Bangla Khobor,Bengali Khobor,Bangla, Bengali News,

বাংলা হান্ট ডেস্ক : আজ কালী পুজো। দেশজুড়ে ধুমধাম করে পুজো করা হচ্ছে মাতৃশক্তির। বলা হয় মেয়েরা নারীশিক্তির আধার। কিন্তু দুঃখের বিষয় এটাই ধুমধাম করে যতই  মায়ের মূর্তি পুজো করা হোক না এই ২০২৪  সালে দাঁড়িয়ে আজও রাস্তা ঘাটে কিংবা নিজের কাজের জায়গাতেও নির্যাতনের (Rape) শিকার হচ্ছেন মেয়েরা।

কূলতলিতে মূক ও বধির মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ

যার সাম্প্রতিকতম উদাহরণ কলকাতার আরজিকর হাসপাতালের নির্মম ধর্ষণ (Rape) হত্যাকান্ড। এখনও কাটেনি আরজিকর কান্ডের রেশ। বিচারের দাবিতে চলছে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলন। এরইমধ্যে শহরের নানান প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক নারী নির্যাতনের (Rape) অভিযোগ।  আরজিকর কাণ্ডের পর জয়নগরের এক শিশু আর তারপর বুধবার ভোরেই খবর মিলেছিল  কল্যাণী ব্রিজের কাছে এক গৃহবধুর গণধর্ষণের মতো ঘটনা।

এরই মধ্যে সামনে এল আরও এক মর্মান্তিক ধর্ষণকাণ্ডের ঘটনা। গতকাল অর্থাৎ বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলী এলাকায় ধর্ষিত হয়েছেন  এক মূক  ও বধির মহিলা। অভিযোগ বছর ৪০-এর ওই মহিলাকে ৫২ বছরের এক প্রৌঢ় পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন। অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : দীপাবলিতেই মোদির গলায় ‘এক দেশ-এক ভোট’র সুর! উঠে এল ‘শহুরে নকশাল’ প্রসঙ্গ

তবে সেইসাথে উঠে আসছে আরও এক গুরুতর অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি এই ঘটনার সাথে যোগ রয়েছে তৃণমূলের। তাই টাকা দিয়ে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওই তৃণমূল নেতা। কিন্তু তারা সেই প্রস্তাবে রাজি না হয়ে সোজা পুলিশের দ্বারস্থ হন। কুলতলি থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতার বউদি সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর  ননদ কথা বলতে পারেন না। এদিন তাঁকে পাশের এক পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী প্রৌঢ়। অন্যদিকে অনেক সময় পেরিয়ে গেলেও ওই মহিলা বাড়ি না ফেরায় সবাই মিলে তাঁকে খুঁজতে শুরু করেন। এরপর পরিত্যক্ত বাড়ি থেকে  গোঁঙানির শব্দ পেতেই সেখানে দেখেন প্রতিবেশী  প্রৌঢ় ওই মহিলাকে ধর্ষণ করছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X