বাংলাহান্ট ডেস্কঃ একুশের রাজনীতির অন্যতম চর্চিত মুখ দেবাংশু ভট্টাচার্য (Deangshu hattacharya)। তৃণমূলের প্রথম সারির একজন সদস্য দেবাংশু ভট্টাচার্য এবার রাজনীতি ছাড়ছেন। মাত্র ২ বছরের জন্য এসেছিলেন রাজনীতিতে। একুশের নির্বাচন শেষেই আবার ঘরের ছেলে, ঘরে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
রাজনীতির ময়দানে অন্যতম নতুন মুখ এবং তরুণ সদস্য হিসেবে দেবাংশু ভট্টাচার্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তৃণমূলের পক্ষ থেকে এবারের নির্বাচনে টিকিট না পেলেও, দলকে তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জিকে জেতানোর লড়াইয়ে ‘জান-প্রাণ’ এক করে দেবার লক্ষ্য তাঁর।
সেই লক্ষ্য নিয়েই বাড়ি থেকে মাত্র ২ বছরের জন্য পারমিশন নিয়ে রাজনীতিতে এসেছিলেন। দুবছর হতে মাত্র কিছুসময় বাকি। নির্বাচন শেষে আবারও ঘরের ছেলে ঘরে ফিরে দাঁড়াবে তাঁরা পরিবারের পাশে। প্রায় ৭০ বছর বয়সী বাবার ভরসা হতে এবার ঘরে ফিরবেন দেবাংশু।
দেবাংশু জানিয়েছেন, ‘বহু কষ্টে পরিবারের লোকজনদের বুঝিয়ে ২ বছরের জন্য সময় চেয়েছিলাম। একুশের নির্বাচনে দিদিকে জেতানোর পেছনে একটা ছোট্ট ভূমিকা পালন করার জন্য। মাকে বলেছিলাম, একুশে দিদি জিতবে, তারপর আমি আবার ঘরে ফিরে আসব। তবে আমি তৃণমূল নয়, ছাড়লে রাজনীতি থেকে সরে যাব। এবার পরিবারের পাশে দাঁড়াতে হবে। তবে এই কারণের জন্য ইতিহাস যেন আমাকে বেইমান গদ্দার না বলে’।