বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একাংশ। বহু কাঠখড় পুড়িয়েও এখনও হয়নি সুরাহা। বছর শেষে এবার আরও জোরদার প্রতিবাদ। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে এবার আরও একধাপ এগিয়ে জোড়ালো আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।
এই বিষয়ে রবিবার সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর হবে কর্মসূচি। এই তিন দিনই নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ করা হবে। তিনি আরও জানিয়েছেন যতদিন না দাবিপূরণ হচ্ছে প্রতি বছর তিনদিন সেই কর্মসূচি চলবে।
ভাস্করবাবু আরও জানিয়েছেন, ডিসেম্বরেই শেষ নয়, ২০২৫ সালের ২৭ জানুয়ারি বেলা ১২ টায় সুবোধ মল্লিক স্কোয়ারে রাজ্য সরকারি কর্মচারীরা ‘হকের’ ডিএ-র দাবিতে জমায়েত করবেন। সেখান থেকে শহিদ মিনারে মিছিল করে যাবেন। সেখানে হবে মহাসমাবেশ। কিন্তু তাতেও কাজ না হলে কলকাতাকে চারদিক থেকে অচল করে দিতেও আর ভাবা হবেন না বলে দাবি করেছেন তিনি।
“গতবারের থেকে যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ-র ফারাক চওড়া হয়েছে। শূন্যপদ বেড়েছে। গতবারের থেকে রাজ্য সরকারের ভিতও নড়ে গিয়েছে।” দাবি সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় আপডেট! ইডির জালে ২,উদ্ধার বিপুল সম্পত্তি
প্রসঙ্গত, আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। চলতি বছর চার শতাংশ করে দু’বার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৪ শতাংশে। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। এদিকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।