বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও রাজ্য সরকারের (Government of West Bengal) মধ্যে দীর্ঘদিন ধরে ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট অবধি এই জল গড়িয়েছে। বর্তমানে সেখানেই বিচারাধীন এই মামলা। বিগত কয়েক মাসে শীর্ষ আদালতে একাধিকবার পিছিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি।
আজই সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা (Dearness Allowance)?
এর আগে বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতো। তবে তিনি অবসর নেওয়ায় নতুন বেঞ্চ এই মামলা শুনবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে। বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে শুনানি হবে বলে খবর।
কেন্দ্রীয় হারে ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা মেটানো সহ বেশ কিছু দাবিতে রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছিল। ২০২২ সালের মে মাসে সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় রাজ্য। আপাতত সেখানেই ঝুলছে এই মামলা।
আরও পড়ুনঃ রামনবমী শুধু নয়! হনুমান জয়ন্তীতেও বাংলায় কয়েক হাজার মিছিল বেরোবে! হুঙ্কার শুভেন্দুর
এর মধ্যে বেশ কয়েক দফায় বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। সম্প্রতি রাজ্য বাজেটে ৪% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর ফলে আগামী ১ এপ্রিল থেকে ১৮% হারে ডিএ পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। যদিও তাতে অনেকের মনে অসন্তোষ মেটেনি।
সম্প্রতি রাজ্যের তরফ থেকে ৪% হারে ডিএ (DA) বাড়ানো হলেও কেন্দ্র ও রাজ্যের মধ্যে ৩৫% মহার্ঘ ভাতার ফারাক রয়েই গিয়েছে। বাজেটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন, সবটাই ‘ক্লিয়ার’ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা সবটাই ক্লিয়ার করব। ধাপে ধাপে হবে। কোনও কিছু তো একদিনে করা সম্ভব নয়’।
এমতাবস্থায় আজ সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি রয়েছে। শীর্ষ আদালতে আজ কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।