সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে DA মামলা! এবার খুলবে রাজ্য সরকারি কর্মীদের কপাল? বিরাট আপডেট!

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে টানাপোড়েন চলছে। সুপ্রিম কোর্টে কার্যত ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য। একাধিকবার শুনানি পিছিয়েছে। আগামী জুলাই মাসে ফের এই মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠতে পারে। তার আগে শীর্ষ আদালতে দেওয়া হল একটি চিঠি।

মার্চ মাসের ১৮ তারিখ সুপ্রিম কোর্টে শেষবার বকেয়া DA মামলার (Dearness Allowance Case) শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিন শুনানি হয়নি। এরপর মামলা পিছিয়ে যায়। বিগত কয়েকমাস ধরে মামলার (DA Arrear Case) শুনানির অপেক্ষায় রয়েছেন বাংলার সরকারি কর্মীরা (State Government Employees)। আগামী জুলাই মাসে ফের শীর্ষ আদালতে এই মামলা ওঠার কথা রয়েছে। এবার যেন এই মামলার আর পিছিয়ে না দেওয়া হয় সেই আবেদন জানিয়ে আদালতে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।

গত ১৯ মে সুপ্রিম কোর্টে গরমের ছুটি শুরু হয়। আগামী ৭ জুলাই আদালত খুলবে। এরপর প্রায় সপ্তাহখানেক পর আগামী ১৫ জুলাই বকেয়া DA মামলা তালিকাভুক্ত করা আছে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে শীর্ষ আদালতে জমা পড়ল চিঠি।

আরও পড়ুনঃ স্পিকার নির্বাচনের আগেই ঘুরে গেল ‘খেলা’! INDIA নয়, NDA-কে সমর্থন এই দলের! তোলপাড়

এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, শীর্ষ আদালতে মামলার শুনানি আটকে রয়েছে। যে কারণে হাজার হাজার সরকারি কর্মচারী সমস্যার সম্মুখীন হচ্ছেন। একইসঙ্গে তিনি জানান, এই মামলায় পার্টি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়াও হয়েছে বলে জানিয়েছেন ভাস্কর।

Supreme Court

এদিকে গত ১৮ মার্চ থেকে এই মামলার শুনানির অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মীরা। এই বিষয়ে DA মামলা করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন, অনেকেই DA মামলার শুনানির দিনক্ষণ সম্বন্ধে জানতে চেয়ে যোগাযোগ করছেন। অনেককে জবাব দিচ্ছি, অনেককে আবার ব্যস্ততার কারণে জবাব দেওয়া হচ্ছে না। তবে তার মানে যে তাঁদের যে এড়িয়ে যাওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর