বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের পিছিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলার শুনানি। গতকাল দুপুর ৩:৩০ নাগাদ বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল। যদিও পর্যাপ্ত সময়ের অভাবে সেই মামলার শুনানি হয়নি। শীর্ষ আদালতের (Supreme Court) তরফ থেকে জানানো হয়, আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। এবার প্রকাশ্যে এল সম্ভাব্য দিনক্ষণ।
মার্চ মাসের কত তারিখ ডিএ (Dearness Allowance) মামলার শুনানি?
গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার (DA Arrear Case) বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তবে এদিন পর্যাপ্ত সময় ছিল না। যে কারণে শুনানি হচ্ছে না। একইসঙ্গে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়, আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। যদিও সেই দিনক্ষণ তখনও জানা যায়নি। এরপর গতকাল রাতের দিকে আদালতের তরফ থেকে সম্ভাব্য দিনক্ষণ জানানো হয়।
সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ মার্চ সুপ্রিম কোর্টে উঠতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা। ঘটনাচক্রে ৭ জানুয়ারির মতো ২৫ মার্চও মঙ্গলবার পড়েছে। যদিও সেদিন এই মামলা বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে উঠবে না।
আরও পড়ুনঃ কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা! একধাক্কায় কত ডিগ্রি কমবে তাপমাত্রা? একনজরে আবহাওয়ার খবর
এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র বলেন, বিচারপতি হৃষিকেশ রায় অবসর গ্রহণ করতে চলেছেন। ফলে আগামী মার্চ মাসে নতুন বেঞ্চ তৈরি হবে। সেই নতুন বেঞ্চেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বকেয়া ডিএ মামলা উঠবে। তিনি আশাপ্রকাশ করেছেন, নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং বাংলার রাজ্য সরকারি কর্মীরা কোনও সুখবর পাবেন।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। ২০২২ সাল থেকে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। তবে শীর্ষ আদালতে বিগত বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়েছে। মঙ্গলবারও দেখা যায় এক ছবি। এরপর রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি, এই নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে গণমেল করা হবে।