সাময়িক স্বস্তি পেল রাজ্য! ৪ সপ্তাহ নয়, ২৫% বকেয়া DA মেটাতে আরও কিছুটা সময় পেল সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপড়েন আজকের নয়। পশ্চিমবঙ্গ প্রশাসনিক ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে এই জল সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি গড়িয়েছে। অবশেষে শীর্ষ আদালতে সাময়িক স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। শুক্রবার বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে সকল উপযুক্ত কর্মীদের ২৫% বকেয়া ডিএ (DA) মেটাতে হবে। কতদিনের মধ্যে? সেটাও জানিয়েছে আদালত।

কতদিনের মধ্যে ২৫% বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে হবে?

বিগত কয়েকমাসে একাধিকবার পিছিয়েছিল বকেয়া ডিএ মামলার সুপ্রিম শুনানি। তবে এবার বড় রায় দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার একটি অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে, আগামী ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে উপযুক্ত রাজ্য সরকারি কর্মীদের ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।

জানা যাচ্ছে, এই মামলার (DA Arrear Case) শুনানির সময় বিচারপতিরা ৪ সপ্তাহের মধ্যে ৫০% বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তবে পরবর্তীতে রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সেই সময়সীমা খানিকটা বৃদ্ধি করে শীর্ষ আদালত। সেই সঙ্গেই ৫০ শতাংশের বদলে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ রিঙ্কু-পুত্রকে মাদকের টাকা জোগাতো লিভ-ইন পার্টনারই? কোন কোন নেশা চলত? তদন্তে নেমে একাধিক প্রশ্ন

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া ডিএ মেটানো সহ বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। দীর্ঘদিন ধরে সেসব নিয়ে আইনি টানাপড়েন চলছে। পশ্চিমবঙ্গ প্রশাসনিক ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিল। রাজ্যকে আগামী ৩ মাসের মধ্যে অন্তত ২৫% বকেয়া মহার্ঘ ভাতা মেটাতেই হবে, অন্তর্বর্তী রায়ে স্পষ্ট জানিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত।

dearness allowance

কর্মচারী ফেডারেশন এই বিষয়ে জানাচ্ছে, এই নির্দেশের ফলে পূর্ণ সমতা না মিললেও লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর কাছে এটি একটি আংশিক স্বস্তির বার্তা। এক্ষেত্রে বলে রাখি, বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। আগামী আগস্ট মাসে ফের এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে চূড়ান্ত রায়ে কী বলা হয় সেদিকেই নজর সকলের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X