পুজোর আগেই মালামাল হবেন সরকারি কর্মীরা, অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা! বড়সড় পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ খুব শীঘ্রই ডিএ নিয়ে সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জুলাই মাস পড়তেই বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। (Central Government Employees)। বছরে দু’বার নিয়ম করে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করে কেন্দ্র সরকার। লোকসভা ভোটের আগেই সরকারি কর্মীদের ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। যা নিয়ে কার্যতই খুশি সরকারি কর্মীরা।

কবে মিলবে বকেয়া ডিএ?

প্রসঙ্গত, আগে ৪৬% হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা। সম্প্রতি তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এরই মাঝে এবার বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট সামনে আসছে। সূত্রের খবর এবার মহার্ঘ ভাতা (ডিএ) ও ডিয়ারনেস রিলিফের (ডিআর) বকেয়া টাকা হাতে পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

প্রসঙ্গত, কোভিড অতিমারীর সময় জরুরিকালীন ভিত্তিতে এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। সম্প্রতি সেই টাকা দেওয়ার জন্য সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছিল। খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিকে ছিঁড়বে বলে মনে করা হচ্ছে। আসন্ন বাজেটে বকেয়া DA (Dearness Allowance) ও DR নিয়ে ঘোষণা হতে পারে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে।

জানিয়ে রাখি, সম্প্রতি বকেয়া ডিএ ও ডিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল (এমপ্লোয়িজ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকেও এই বিষয় নিয়ে আলোচনা চলছে বলে খবর।

যদিও এর আগেও সরকারের কাছে ১৮ মাসের বকেয়া ডিয়ে দেওয়ার অনুরোধ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে একটি চিঠি গিয়েছিল।
প্রসঙ্গত, মহামারীর সময় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন, এই সময় পর্যন্ত মোট ১৮ মাস মহার্ঘ ভাতা (Dearness Allowance) ও ডিয়ারনেস রিলিফ বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার। সেই সময় বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল সময় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে অর্থ মন্ত্রক। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি কর্মীদের বকেয়া টাকা মেটানো হবে।

Dearness Allowance DA Salary hike

আরও পড়ুন: কারি কারি টাকা দিয়ে পেট্রল-ডিজেল ভরার আগে দশবার ভাবুন! বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

ওদিকে ফের মহার্ঘ ভাতা বাড়ার সময় চলে এসেছে। তবে জুলাই মাসেই যে এই ঘোষণা করা হবে তেমন সম্ভাবনা কম রয়েছে। সাধারণত অক্টোবর মাসে বা পুজোর আগে আগে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্র। এবার চার শতাংশ নাকি পাঁচ শতাংশ বাড়বে সেই নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনা। তবে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একলাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে। যদি ৪ শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে পৌঁছবে ৫৪ শতাংশে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর