বাংলা হান্ট ডেস্কঃ ডিএ ইস্যুতে ধুন্ধুমার রাজ্য। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) একাংশ। তবে কাঙ্খিত ডিএ মেলেনি। এদিকে এরই মধ্যে অন্য এক রাজ্য নিজের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিল।
বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট-Dearness Allowance
চলতি বছর মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দুটি কিস্তির বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা হবে বলে জানাল কেরল সরকার। রাজ্য বাজেট পেশ করার সময় কেরলের অর্থমন্ত্রী কেএল বালাগোপাল জানিয়েছেন যে ‘বকেয়া থাকা দুটি কিস্তির ডিএ মিটিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে।’
পাশাপাশি রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, বেতন সংশোধন বাবদ যে বকেয়া থাকবে, সেটা এই অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের প্রদান করা হবে। দুটি কিস্তিতে তা প্রদান করার কথা জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ এর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
এখানেই শেষ নয়, অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের গৃহঋণের ক্ষেত্রেও দু’শতাংশ ছাড় দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী আগামী এপ্রিল থেকে ডিএ এবং পেনশনভোগীদের ডিআর এর সংশোধিত হার কার্যকর হবে। সেই সংশোধিত হারেই DA DR দেওয়া হবে সরকারি কর্মীদের।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত, এরই মাঝে টানা দু’দিন বৃষ্টি! রবিতে কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
এদিকে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ নিয়ে কোনো সুখবর এখনও আসেনি। বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে বাজেটে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হতে পারে। সেই আশাতেই এখন বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা।