DA নিয়ে টানাপড়েন! বাংলার রাজ্য সরকারি কর্মীদের কত টাকা ‘লোকসান’ হচ্ছে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত সময় না থাকার কারণে তা পিছিয়ে যায়। এই আবহে চর্চার কেন্দ্রে উঠে এসেছে একটি বিষয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় ডিএ (DA) বাবদ ঠিক কত টাকা কম পাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা? প্রকাশ্যে এসেছে সেই হিসেব।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র (Dearness Allowance) ফারাক কত?

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে ডিএ দিচ্ছে সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক ৩৯%।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছর দু’বার ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়। গত বছরও এর ব্যতিক্রম হয়নি। প্রথমে ৪% এবং দ্বিতীয় দফায় ৩% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। অন্যদিকে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদেরও গত বছর দু’দফায় ডিএ বাড়ানো হয়েছে। দু’বারই ৪ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুনঃ বেলা ১২টা নাগাদ শুরু! অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! বৃহস্পতিতেই বিরাট ‘কাণ্ড’ রাজ্যে!

স্বাভাবিকভাবেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employees) প্রত্যেক মাসে ডিএ বাবদ যে টাকা পান, তার চেয়ে অনেক কম টাকা পান একজন রাজ্য সরকারি কর্মী। রিপোর্ট বলছে, যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর নূন্যতম মাসিক বেতন ২০,০০০ টাকা হয়, তাহলে ৫৩% হারে তিনি ডিএ বাবদ মাসিক ১০,৬০০ টাকা পাবেন। সেই হিসেবে এক বছরে সংশ্লিষ্ট কর্মী পাবেন ১ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা।

Dearness Allowance

অন্যদিকে পশ্চিমবঙ্গের কোনও রাজ্য সরকারি কর্মীর নূন্যতম মাসিক বেতন যদি ২০,০০০ টাকা হয়, তাহলে ১৪% হারে তিনি ডিএ (Dearness Allowance) বাবদ মাসিক ২৮০০ টাকা পাবেন। এই হিসেবে বার্ষিক ৩৩,৬০০ টাকা পাবেন তিনি। অর্থাৎ এক বছরের নিরিখে দেখা হলে, বাংলার একজন রাজ্য সরকারি কর্মী একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর তুলনায় ৯৩,৪০০ টাকা কম পাচ্ছেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর