৪ শতাংশ ভুলে যান! এবার অনেক কম হারে বাড়বে DA, মাথায় বাজ সরকারি কর্মীদের

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employee’s)। আর ভোটের আগে তো রীতিমতো পোয়া বারো। কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের একদফায় ৪ শতাংশ হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। এর আগে আগে ৪৬% হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এবার ফের একবার ডিএ বাড়ানোর সময় এসে গিয়েছে। কিন্তু এরই মধ্যে খারাপ খবর সামনে আসছে।

এবার অনেক কম হারে বাড়বে DA! (Dearness Allowance)

শোনা যাচ্ছে, এবারে ডিএ বাড়লেও ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়বে না! একাধিক রিপোর্টে এখন এমনটাই দাবি করা হচ্ছে। দাবি করা হয়েছে যে, ডিএ ৩ শতাংশ বাড়বে সেটা নিশ্চিত। কিন্তু এর বেশি নাও বাড়তে পারে। অর্থাৎ ৫৩ শতাংশে পৌঁছতে পারে ডিএ। আর এই রিপোর্ট সামনে আসতেই চিন্তায় সরকারি কর্মচারীরা।

নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। এরপর সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। যা জুলাই থেকে কার্যকর হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলত্তি বছরের সেপ্টেম্বর মাসে তিন-চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র।

এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ (Dearness Allowance) বাড়ানো হবে, সেটা নিশ্চিত হলেও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ ডিএ বৃদ্ধি নির্ভর করে মূল্যবৃদ্ধির হার কেমন থাকে, তার উপর।

Government employees

আরও পড়ুন: আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে! আজ কখন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। মনে করা হচ্ছিল যে এর পরে মহার্ঘ ভাতা শূন্যতে নামিয়ে আনা হবে। একাধিক রিপোর্ট সহ কর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল মহার্ঘ ভাতা ৫০ শতাংশের বেশি হয়ে গেলে তা বেসিক পে-র সঙ্গে যুক্ত হয়ে যাবে। তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। সরকার তরফে এই ধরনের কোনো সুপারিশ আপাতত বিবেচনা করা হচ্ছে না। অর্থাৎ ডিএ শূন্যে নামানো যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যতদিন না অষ্টম বেতন কমিশন গঠন করা হচ্ছে, ততদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে’র কোনো হেরফের হবে না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর