পকেটে ঢুকবে ২৩,৮৩৬ টাকা! উৎসবের মরসুমে ফের DA বাড়াল সরকার, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকেই দেশজুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে যাবে। দুর্গাপুজো, কালীপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো একের পর এক উৎসব রয়েছে। এই আবহে এবার বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ডিএ (Dearness Allowance) বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।

  • কত শতাংশ ডিএ (Dearness Allowance) বাড়াল সরকার?

সম্প্রতি দৈনিক মজুরদের নূন্যতম মাইনে বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ৩.২% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথাও জানিয়েছেন। কয়েকদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের পরিবর্তে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন অতিশী (Atishi Marlena)। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।

   

২০১৯ সালে রাজধানীতে শেষবারের মতো নূন্যতম বেতন সংশোধন করা হয়েছিল। এরপর থেকে বছরে দু’বার করে ডিএ (Dearness Allowance) বাড়ায় সরকার। তবে চলতি বছর এপ্রিল মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা থাকলেও নানান কারণে তা হয়নি। একদিকে লোকসভা নির্বাচন, অন্যদিকে জেলবন্দি দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী। যে কারণে তখন বহু ফাইলে সই করতে পারেননি কেজরিওয়াল।

আরও পড়ুনঃ সুপ্রিম শুনানির আগেই বিরাট সিদ্ধান্ত! জুনিয়র ডাক্তারদের এক ঘোষণায় তোলপাড়

সম্প্রতি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী জানান, অদক্ষ শ্রমিকদের প্রত্যেক মাসের নূন্যতম বেতন ১৮,০৬৬ টাকা হবে। অন্যদিকে অর্ধ দক্ষ এবং দক্ষ শ্রমিকদের নূন্যতম মাসিক (Basic Salary) বেতন হবে যথাক্রমে ১৯,৯২৯ টাকা এবং ২১,৯১৭ টাকা। জানা যাচ্ছে, সবক্ষেত্রেই নূন্যতম বেতন ৬০০ থেকে ৭০০ টাকা অবধি বৃদ্ধি করা হয়েছে।

Government employees

এদিকে আবার ৩.২% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির পর ম্যাট্রিক উত্তীর্ণ একজন কর্মচারীর প্রত্যেক মাসের মোট বেতন দাঁড়াচ্ছে ২১,৯১৭ টাকা। অন্যদিকে গ্র্যাজুয়েট কর্মীর মহার্ঘ ভাতা (Dearness Allowance) সহ মাইনে হবে ২৩,৮৩৬ টাকা। জানা যাচ্ছে, ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস এবং এই বছরের জানুয়ারি থেকে জুন মাসের মূল্যবৃদ্ধির গড় হিসেবে ৩.২% ডিএ বাড়ানো হয়েছে রাজধানীতে।

রিপোর্ট অনুযায়ী, দিল্লি সরকার ইতিমধ্যেই নূন্যতম বেতন বাড়ানো এবং মহার্ঘ ভাতা বাড়ানোর এই সিদ্ধান্তে শিলমোহর দিয়ে দিয়েছে। লেফটেন্যান্ট গভর্নরের কাছে পাঠানো হয়েছে সেই ফাইল। নূন্যতম বেতন সংশোধন করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অতিশী বলেন, দিল্লিতেই তাঁর সরকার সর্বাধিক নূন্যতম বেতন ধার্য করেছে। রাজধানীর নয়া মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত অনেক রাজ্যে এই নূন্যতম বেতন দিল্লির অর্ধেক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর