বাংলা হান্ট ডেস্কঃ খুব শীঘ্রই দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানা যাচ্ছে সামনেই বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক (Teacher) ও অশিক্ষক কর্মীদের জন্য দারুন সুখবর অপেক্ষা করছে। এবার বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক, শিক্ষিকারা বর্ধিত হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance DA hike for Teachers) পাবেন। সূত্রের খবর এমনটাই।
শুরু ডিএ বৃদ্ধির হিসেব-নিকেশ
জানা যাচ্ছে শুধুই যে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাদের মহার্ঘ ভাতা বাড়ছে তেমনটা নয়। পাশাপাশি অশিক্ষক কর্মচারীদেরও খুব শীঘ্রই ডিএ বাড়তে চলেছে। এখানেই চমক শেষ, এমনটা ভাববেন না। এই সমস্ত সরকারি কর্মচারীদের ‘এরিয়ার’ বা বকেয়া টাকাও দেওয়া হবে। ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দফতর। শুরু হয়েছে হিসেব-নিকেশও।
আরও পড়ুন: দুজনেরই ইচ্ছাপূরণ! SSKM এর তিনতলায় ‘কাকু’, দোতলায় বালু, জমবে গপ্প?
১২৫ কোটি দেবে রাজ্য
সূত্রের খবর, ডিআর ডিফারেন্স আইটেমের বকেয়া পরিমাণও পরিশোধ করা হবে। ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দফতর ১২৪ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকার ব্যবস্থা করেছে। সবকিছু ঠিকঠাক চললে এর দ্বারা প্রায় ১০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীরা উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।
কবে থেকে মিলবে
তবে ঠিক কবে থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে এবং কবে থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে সেই বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেই ঘোষণা করা হতে পারে।
DA বাড়াচ্ছে বিহার সরকার
প্রসঙ্গত, বিহার সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিলা যে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে। একই সাথে তাদের বকেয়া অর্থও প্রদান করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই প্রসঙ্গে বিহার শিক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ডিএ বাড়াতে জোরকদমে প্রস্তুতি চলছে। জানা যাচ্ছে ২০২২ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৪ শতাংশ থেকে ৪২ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার পার্থক্য প্রদানের জন্য গণনা করা হচ্ছে।