বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন। ৩% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন তাঁরা। এরপর কেন্দ্রের দেখানো পথে হেঁটে একাধিক রাজ্যের সরকার ডিএ (DA) বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে। এবার যেমন বছর শেষের আগে ফের একবার মহার্ঘ ভাতা বাড়ানোর সুখবর মিলল।
২.২% হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি! কবে থেকে কার্যকর হবে?
নববর্ষের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের এক দফায় ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কবে ‘সুখবর’ পাবেন তা নিয়ে চর্চা অব্যাহত। এই আবহে কয়লা শ্রমিকদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হল। ঝাড়খণ্ডের কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার গৌতম বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটি নোটিশ জারি করেছেন।
সেই বিজ্ঞপ্তিতে ২.২% হারে ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছে। জানানো হয়েছে, চলতি ডিসেম্বর মাস থেকে ২০.১% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। সেই সঙ্গেই বলা হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাস অবধি এই হারে ডিএ মিলবে।
আরও পড়ুনঃ অনুমতি দেয়নি পুলিশ! ধর্নায় বসতে চেয়ে বিরাট ‘পদক্ষেপ’ চিকিৎসকদের … জোর শোরগোল!
এদিকে মহার্ঘ ভাতা বাড়লেই তার সঙ্গে পাল্লা দিয়ে বেতন বৃদ্ধি হয়। জানা যাচ্ছে, নয়া হারে ডিএ কার্যকর হওয়ার পর নূন্যতম ২৫৫ টাকা এবং সর্বাধিক ৩০০০ টাকা বেতন বাড়বে। এর ফলে লক্ষাধিক কর্মী উপকৃত হবেন বলে খবর। বছর শেষের আগের এই ঘোষণায় মুখ হাসি ফুটেছে অনেকের।
অন্যদিকে পশ্চিমবঙ্গের কথা বলা হলে, এখানকার রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের মহার্ঘ ভাতার ফারাক ৩৯%। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীদের একাংশ। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। ডিএ মামলায় শীর্ষ আদালত কী রায় দেয় এখন সেটাই দেখার।