বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা। সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিকবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর দেওয়া হয়েছে। প্রথমে সপ্তম, এরপর পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়। এবার রাজ্য সরকারি কর্মীরা সুখবর পেলেন।
কত শতাংশ ডিএ (Dearness Allowance) বাড়াল রাজ্য?
সম্প্রতি পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন মাইনে পাওয়া রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে সেই রাজ্যের বহু রাজ্য সরকারি কর্মীর। সম্প্রতি যোগী রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার বর্ধিত হারে ডিএ প্রদানের নির্দেশিকা জারি করেছেন।
সদ্য জারি করা এই নির্দেশিকা অনুসারে, এবার থেকে পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীরা ৪৫৫% হারে ডিএ (Dearness Allowance) পাবেন। তাঁদের ১২% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। অন্যদিকে ষষ্ট বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীদের ৭% হারে ডিএ বাড়িয়েছে সরকার।
আরও পড়ুনঃ বাংলা সংস্কৃতির জায়গা, খুনের জায়গা নয়! সুশান্ত-কাণ্ডে পুলিশকে বড় নির্দেশ ফিরহাদের
এতদিন অবধি এই সরকারি কর্মীরা ২৩৯% হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছিলেন। তবে এবার তা বাড়িয়ে ২৪৬% করে দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে এই নয়া হার কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। রিপোর্ট বলছে, নভেম্বর মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা নগদে পাবেন উত্তরপ্রদেশের পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন মাইনে পাওয়া রাজ্য সরকারি কর্মীরা। তবে গত জুলাই থেকে অক্টোবর মাসের বকেয়া ডিএ হাতে আসবে না। বরং সেই টাকা কর্মচারী ভবিষ্য তহবিলে জমা হবে।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের তরফ থেকেও পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পাওয়া সরকারি কর্মীদের ১২% হারে এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৭% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়। এবার সেই একই হারে ডিএ বাড়াল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের এই ঘোষণায় বছর শেষের আগেই মুখে হাসি ফুটেছে বহু রাজ্য সরকারি কর্মচারীর।