কবে DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের? অবশেষে সামনে বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্য সরকারও সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে। এবার কি সেই তালিকায় নাম জুড়ছে পশ্চিমবঙ্গের? অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে একাধিক রিপোর্টে। বলা হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারিতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employeees) মহার্ঘ ভাতা (Dearness Allowance or DA) বাড়তে পারে!

চলতি বছরই প্রথম দিকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে মমতা সরকার। বর্তমানে ১৪% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ২০২৩ সালের ২১ ডিসেম্বর কলকাতার পার্কস্ট্রিটে ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়। যা কার্যকর হয় ২০২৪ সালের জানুয়ারি থেকে। সেই সময় থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন।

এদিকে চলতি বছরে এপ্রিল মাসে ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই সময় থেকে চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। বর্তমানে ১৪% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। এবার ২০২৪ এর শেষে এসে মনে করা হচ্ছে শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে। বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। যদিও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি।

২০২০ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। এরপর রাজ্যে নয়া বেতন কমিশন কবে কার্যকর হতে পারে, সে বিষয়েও আপাতত কিছু বলা হয়নি। এদিকে সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। দীপাবলির আগে সরকারি কর্মীদের ৩% ডিএ বৃদ্ধি করেছে মোদি সরকার। আগে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। তারপর থেকেই ফুঁসে উঠেছে বাংলার সরকারি কর্মীরা। ডিএ নিয়ে আরও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

dearness allowance

আরও পড়ুন: শিক্ষক-অশিক্ষক কর্মচারীর মৃত্যুতে এবার সহানুভূতি-নিয়োগ পরিবারের সদস্যের? বড় নির্দেশ হাইকোর্টের

এই আবহেই শোনা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হতে পারে। যদিও তা অত্যন্ত কমই বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি, সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি। তবে ২-৩ মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে। যদিও এত কম ডিএ বাড়লে সরকারি কর্মীদের আন্দোলন দমানো যাবে কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে।

আবার কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, ডিসেম্বরে ডিএ বৃদ্ধি হলে ২০ শতাংশের ঘরে পৌঁছাবে ডিএ। তবে সবটাই আশঙ্কা। সূত্রের খবর অনুযায়ী, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে নাকি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য অর্থ দফতর। একদিকে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা। ওদিকে ক্রমাগত সরকারি কর্মীদের ডিএ আন্দোলন। এই দুইয়ের মাঝে সরকারি কর্মীদের ক্ষোভ যাতে কিছুটা অন্তত কমানো যায় সেই লক্ষ্যে ডিএ বাড়ানো হতে পারে বলে খবর। এবার আদেও সরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কি না সেটাই দেখার।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর