ফের কবে বাড়বে সরকারি কর্মীদের DA, আপডেট জানুন

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েন অব্যাহত রাজ্যে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) একটা অংশ। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন তারা। যদিও সম্প্রতি ফের ৪% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

ডিএ নিয়ে আসছে সুখবর-Dearness Allowance

এদিকে শোনা যাচ্ছে নিজের সরকারি কর্মীদের ফের একবার ডিএ (DA) বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র সরকার। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তারা। সূত্রের খবর, মার্চ মাসে ফের মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ) ঘোষণা করতে পারে কেন্দ্র।

সূত্রের খবর, মার্চে দোল পূর্ণিমার আগেই ঘোষণা হবে সরকারি কর্মীদের ডিএ। ১ জানুয়ারি থেকে মিলবে বর্ধিত ডিএর সুবিধা। তারপর পুজোর আগে আগে ফের বাড়বে ডিএ। উল্লেখ্য, নিয়ম করে বছরে দু’বার করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। যদিও দোলের আগে ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি তরফে এই নিয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

মার্চ মাসে তিন থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলির অনুমান এমনটাই। যদি চার শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়াবে ৫৬ শতাংশে।

After Dearness Allowance DA hike Central Government employees can get another good news

আরও পড়ুন: আজও বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কবে কমবে দুর্যোগ? অবশেষে দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর

এদিকে সম্প্রতি আরও এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Government Employees)। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। ২০২৬ সালের জানুয়ারি মাসে তা কার্যকর হবে। যে সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন এবং প্রায় ৬৫ লাখ পেনশনভোগীর ভাতা সংশোধিত হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর