দিওয়ালির আবহেই লক্ষ্মীলাভ! DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! বোনাস নিয়েও বড় ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে। এবার সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরাও। দিওয়ালির আবহেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হল। তবে এবার আর ৪% নয়, বরং ৩% ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করা হয়েছে।

  • ডিএ (Dearness Allowance), বোনাস নিয়ে কী কী ঘোষণা করল রাজ্য?

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে ৩% ডিএ বাড়ানো হয়েছে। এবার সেই একই পথে হাঁটল উত্তরাখণ্ড সরকার (Government of Uttarakhand)। সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা এতদিন সপ্তম বেতন কমিশনের অধীন ৫০% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার ৫৩% হারে পাবেন। চলতি বছরের ১ জুলাই থেকে নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, চলতি বছর ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরা নিয়মিত মাইনের সঙ্গে বর্ধিত হারে ডিএ (Dearness Allowance) পাবেন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, বিগত ৩ মাসের বকেয়া মহার্ঘ ভাতাও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য। কীভাবে সেই টাকা দেওয়া হবে সেটাও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস! কালীপুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল তাজা আপডেট

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর অবধি রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে সেটা নগদে মেটানো হবে। অর্থাৎ বিগত ৩ মাসের বকেয়া ডিএ (DA) নগদে পাবেন উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মীরা।

Dearness Allowance DA hike

দিওয়ালির আবহে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণার পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত এবং পুরসভার নন-গেজেটেড কর্মীদের জন্য অ্যাড-হক বোনাসও ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, দৈনিক মজুরির কর্মীদেরও বোনাস দেওয়া হবে। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, ৩০ দিনের বোনাস প্রদান করা হবে এবং তার সর্বোচ্চসীমা হবে ৭০০০ টাকা। সেই অনুযায়ী হিসেব করে তাঁদের বোনাস দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর