সুপ্রিম কোর্টে চলছে মামলা! এরই মাঝে জানুয়ারিতে DA বৃদ্ধির বড় আপডেট সামনে, কতটা বাড়বে?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তবে কোনো সুরাহা হয়নি। হাইকোর্ট পেরিয়ে বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আগামী ৭ জানুয়ারি সেই মহার্ঘ ভাতা মামলা শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। আপাতত সেই দিকে নজর সকলের। এরই মাঝে হঠাৎ ডিএ বৃদ্ধির আপডেট সামনে এল।

নয়া বছরেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সুখবর পেতে পারেন৷ শীঘ্রই মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বাড়তে পারে৷ একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। তবে এই সুখবর বাংলার সরকারি কর্মীদের জন্য নয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফের এক দফায় বাড়তে চলেছে।

গত বছর দীপাবলির কিছুদিন আগে ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় কেন্দ্রীয়। আগে ৫০ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রের সরকারি কর্মীরা (Government Employees)। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। জানুয়ারিতেই ফের বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ। কত শতাংশ বাড়তে পারে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে।

dearness allowance

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে হিসাব করা হয়। ডিএ বৃদ্ধির ফর্মুলা হল – {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০। যার উপর ভিত্তি করে ডিএ বৃদ্ধি হয়ে থাকে।

আরও পড়ুন: থমকে উত্তুরে হাওয়া! কাল থেকে ফের বৃষ্টি একাধিক জেলায়, আজকের আবহাওয়া

রিপোর্ট বলছে, গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে ১৪৪.৫ তে পৌঁছেছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসের তথ্য এখনও মেলেনি। এই দুই মাসে এআইসিপিআই বেড়ে ১৪৫.৩ হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এবারে সেই পরিমাণ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবারেও ৩ শতাংশ হারে বাড়তে পারে। অর্থাৎ ৫৩ থেকে ৫৬। যদিও অষ্টম পে কমিশন নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর