বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আগেই ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের এক দফায় ৩% হারে মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মীদের। আগেই হাফ সেঞ্চুরিতে ছিল ডিএ (DA)। এবারে ফের তিন শতাংশ বৃদ্ধি পাওয়ার পর ডিএ পৌঁছেছে ৫৩ শতাংশে। এদিকে কেন্দ্রর দেখানো পথে হেঁটে বিগত কিছু সময়ে একের পর এক রাজ্যও ডিএ বৃদ্ধি করেছে। এই আবহেই বছর শেষে ফের একবার ডিএ বাড়ল। কাদের? কত শতাংশ? জানুন।
ইতিমধ্যেই রাজ্য সরকার তরফে বিজ্ঞপ্তি জারি করে ডিএ বৃদ্ধির বিষয়ে জানানো হয়েছে। যদিও সবার জন্য এই বর্ধিত ডিএ নয়। জানিয়ে রাখি, রাজ্যে কয়লা শ্রমিকদের ডিএ বাড়ানোর ঘোষণা করেছে সরকার। সূত্রের খবর, ২.২০ % হারে তাদের ডিএ বৃদ্ধি পেয়েছে। তবে পশ্চিমবঙ্গে নয়, ঝাড়খণ্ড-এর ধানবাদে কর্মরত কয়লা শ্রমিকদের ডিএ বাড়ানো হয়েছে। কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (জনশক্তি ও শিল্প সম্পর্ক) ডিএ বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন।
আগের ত্রৈমাসিকের তুলনায় কয়লা শ্রমিকদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। ডিসেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কয়লা শ্রমিকরা ২০.১ শতাংশ হারে ডিএ পাবেন। একদিকে যখন কেন্দ্রের সাথে তালে তাল মিলিয়ে, সরকারি কর্মীদের কথা মাথায় রেখে একাধিক দফতরে একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হাঁটছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও বঞ্চিত।
আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দিরের ২ কিমির মধ্যে মসজিদ তৈরি হোক! উঠল দাবি, শোরগোল শুরু
বর্তমানে বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে সন্তুষ্ট নয় বলে এখনও চলছে বাংলার সরকারি কর্মীদের আন্দোলন। দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি। বর্তমানে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে ডিএ মামলার। এবার সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেটাই দেখার।