বাংলা হান্ট ডেস্কঃ আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরই সুপ্রিম কোর্টে উঠবে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলা। ২০২৫ সালের ৭ জানুয়ারি সেই মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। এরই মাঝে বছর শেষে ডিএ বৃদ্ধির (DA Hike) জল্পনা শুরু হয়ে গিয়েছে। সত্যিই DA বাড়ছে বাংলার সরকারি কর্মীদের? বাড়লে কত শতাংশ? বিষয়টি নিয়ে কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, ‘২০২৫ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে কিনা, তা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। যদিও আপাতত কিছু জানা যায়নি। পুরো বিষয়টাই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নির্ভরশীল।’ মলয়বাবু বলেন, ‘২০২৫ সালের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও একদফায় ডিএ বাড়ানো হলে আগাম ঘোষণা হয়ে যেত।’ তিনি আশা করছেন, ২০২৫ সালের বাজেট পেশের সময় এক কিস্তি ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে।
যদিও তিনি বলেন, এই রাজ্য সরকারকে বিশ্বাস করা খুব কঠিন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২০২৩ সালের ২১ ডিসেম্বর কলকাতার পার্কস্ট্রিটে ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
সেই সময় চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়। যা কার্যকর হয় ২০২৪ সালের জানুয়ারি থেকে। সেই সময় থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। যদিও এবার পার্কস্ট্রিট থেকে সেরম কোনো ঘোষণা করেননি মমতা।
এদিকে চলতি বছরে এপ্রিল মাসে ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই সময় থেকে চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। বর্তমানে ১৪% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। এবার ২০২৪ এর শেষে এসে মনে করা হচ্ছে শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে। বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। যদিও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: রবিতে ফের বৃষ্টি ৭ জেলায়, দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রাও, আবহাওয়ার খবর
২০২০ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। এরপর রাজ্যে নয়া বেতন কমিশন কবে কার্যকর হতে পারে, সে বিষয়েও আপাতত কিছু বলা হয়নি। এদিকে সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। দীপাবলির আগে সরকারি কর্মীদের ৩% ডিএ বৃদ্ধি করেছে মোদি সরকার। আগে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। তারপর থেকেই ফুঁসে উঠেছে বাংলার সরকারি কর্মীরা। ডিএ নিয়ে আরও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।