রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি! অতিরিক্ত ২,৪০০ কোটি খরচ, উপকৃত হবেন ১৪ লক্ষ মানুষ

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে ফের একদফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছে মোদী সরকার। আগে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (DA) পেতেন কেন্দ্রের কর্মীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০%। কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্য সরকারও সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। ওদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা।

মিছিল মিটিং পথ অবরোধ থেকে মামলা পর্যন্ত চলছে সুপ্রিম কোর্টে। তবে সেখানেও সুরাহা নেই। একের পর এক শুনানির তারিখ চলে যাচ্ছে কিন্ত কোনো না কোনো কারণে শুনানি পিছিয়ে যাচ্ছে। এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অধরা রাজ্যের সরকারি কর্মীদের। অন্যদিকে গত ফেব্রুয়ারী মাসে বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী অতিরিক্ত ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করে। যার ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বর্তমানে ১৪ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।

রাজ্যের সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। বর্ধিত ডিএ-এর ফলে উপকৃত হবেন বাংলার ১৪ লক্ষ সরকারি কর্মী। মে থেকেই বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা আগেই ঘোষণা করেছে নবান্ন।

da hike

আরও পড়ুন: এবার অবৈধ বালি কারবারে নাম জড়ালো হেভিওয়েট তৃণমূল নেতার! ভোটের মুখে চাপে জোড়াফুল

এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। তবে রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক বিষয়। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের অতিরিক্ত ২,৪০০ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছিলেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর