কিস্তিতে মেটানো হবে বকেয়া DA, অবশেষে সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employee’s) একাংশ। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলছে সরকারি কর্মীদের ডিএ মামলা। মাঝে কয়েক দফায় সরকার ডিএ (DA) বৃদ্ধি করলেও তার সাথে কেন্দ্রীয় মহার্ঘ ভাতার ফারাক বিরাট।

আগস্ট মাসেই মেটানো হবে বকেয়া DA (Dearness Allowance)

বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। সেখানে বার বার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। ফলে কার্যত হতাশ হয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মীরা। এরই মাঝে এবার নিজের কর্মীদের মুখে হাসি ফুটি বড় পদক্ষেপের করতে চলেছে মধ্যপ্রদেশ রাজ্যের অর্থ দফতর। ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে সিদ্ধান্ত।

একাধিক রিপোর্ট অনুযায়ী, অগাস্ট মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে মোটা টাকা। এই রাজ্যের প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মচারী বকেয়া মহার্ঘ ভাত পেতে চলেছেন, তাও আবার রাখির আগেই। যদিও ডিএ-র সব টাকা তারা একবারে পাবেন না। মোট তিন কিস্তিতে এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত মার্চ মাসে মধ্যপ্রদেশে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করে রাজ্য সরকার। তবে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তারা এখনও পাননি। সেই সময়ই অর্থ দফতর জানিয়েছিল মোট তিন দফায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের।

dearness allowance

আরও পড়ুন: ‘সেই সময়..,’ বিচারপতির সামনে হাউ-হাউ করে কান্না, সব বলে দিলেন নিয়োগ দুর্নীতির মানিক?

তবে ঘোষণা করলেও তারপর এই নিয়ে আর কোনো পদক্ষেপ করা হয়নি। সেই থেকে এই বকেয়া ডিএ দেওয়ার দাবি জানাচ্ছিলেন সরকারি কর্মীরা। এরই মধ্যে জানা যাচ্ছে এবার সেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে। সূত্রের খবর গত ২৩ জুলাই এই নিয়ে সরকার চূড়ান্ত পদক্ষেপ করেছে। এবার পূর্বে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী সরকার। জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসে তিন কিস্তিতে বকেয়া ৮ মাসের ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর