সুসংবাদ! DA বেড়ে ৪.৮% হচ্ছে এইসব কর্মচারীদের, কারা কবে থেকে পাবেন সুবিধা?

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন ধরেই মহার্ঘ ভাতা নিয়ে জোড় আলোচনা চলছে দেশ জুড়ে। উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হয়ত ফুটতে চলেছে হাসি। বিভিন্ন সূত্র দাবি করছে কেন্দ্রীয় সরকার দীপাবলির আগেই কর্মচারীদের তিন থেকে চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করতে পারে। এই উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের জন্য আরও একটি সুখবর উঠে আসছে।

এই রাজ্যের সরকার কর্মচারীদের ৪.৮% মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে বলে খবর। তবে সব রাজ্য সরকারি কর্মচারী এই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন না। নির্দিষ্ট কিছু সংখ্যক সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। কারা পাবেন এই বর্ধিত ডিএ? তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের (টিএসআরটিসি) ম্যানেজিং ডিরেক্টর ভিসি সজ্জনর বলেছেন, ৪.৮% মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরোও পড়ুন : ইতিহাস তৈরী করতে চলছে ভারত! নয়া রুটে ছুটবে এই বিশেষ ট্রেন, গতি শুনলে চমকে উঠবেন

এই বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের কর্মচারীদের। এই মহার্ঘ ভাতা বকেয়া ছিল জুলাই মাস থেকে। কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর আরও বলছেন, মহার্ঘ ভাতার যে নয়টি কিস্তি বাকি ছিল, নতুন এই ডিএ ঘোষণার ফলে তা পুরোপুরি মিটিয়ে দেওয়া সম্ভব হবে। আপাতত আর কোনও মহার্ঘ ভাতার কিস্তি বাকি নেই।

Dearness allowance

প্রসঙ্গত, মহার্ঘ ভাতার মোট ৯টি কিস্তি বাকি ছিল ২০১৯ সাল থেকে। ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হয়েছে সেই কিস্তির টাকা। উৎসবের মরশুমে ফের একবার কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করল তেলেঙ্গানা সরকার। সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হওয়া তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর