বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যখন মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে আন্দোলন চালাচ্ছেন, সেই সময় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিল হরিয়ানা সরকার। হরিয়ানা (Haryana) সরকার সম্প্রতি ৭ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। সে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।
হরিয়ানা সরকারের অর্থ বিভাগ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে DA/DR 212 শতাংশ থেকে 221 শতাংশে উন্নীত করা হয়েছে। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, হরিয়ানা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা জানুয়ারি মাস থেকে এই সুবিধা পাবেন। অর্থাৎ আগামী জুলাই মাসে কর্মচারীরা গত পাঁচ মাসের বকেয়া মহার্ঘ ভাতাও পেয়ে যাবেন।
জানা গিয়েছে, বর্তমানে হরিয়ানায় সপ্তম বেতন কমিশন পরিকাঠামো চালু রয়েছে। তবে হরিয়ানায় এখনো কিছু সরকারি কর্মচারী ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন। এই সিদ্ধান্ত কার্যকর হবে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে। গত মে মাসে হরিয়ানা সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করেছিল।
সেই ঘোষণার পর হরিয়ানায় রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশ। হরিয়ানার সরকার গত জানুয়ারি মাস থেকে এই সুবিধা বলবৎ করেছিল। সেই সময় হরিয়ানায় ২ লক্ষ ৮৫ হাজার কর্মচারীর বেতন বৃদ্ধি পায়। একই সাথে উপকৃত হন ২ লক্ষ ৬৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী।