বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ডিএ (DA) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। মহার্ঘ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। আদালতে এই নিয়ে চলছে মামলা। এরই মধ্যে সুখবর। তবে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Workers) জন্য। বছরের শুরু থেকে একের পর এক ভালো খবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারা। এবার সেই আনন্দ দ্বিগুন হতে চলেছে।
গত জানুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা DA বৃদ্ধির খবর সামনে এসেছিল। আর এবার পাকাপাকি ভাবে সেই খবরে সিলমোহর পড়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির বিষয় খোলসা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শীঘ্রই DA বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
প্রসঙ্গত, বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। আর এবার মহার্ঘভাতা বৃদ্ধি পেয়ে ৪৫ শতাংশ হতে চলেছে বলে জানা গিয়েছে। কারণ সম্প্রতি বৃদ্ধি পেয়েছে AICPI সূচকের অঙ্ক। এর ফলে ০.৫০ হারে বৃদ্ধি পেতে চলেছে এই সূচক।
আরও পড়ুন: তৃণমূল নেতার কথায় সাদা খাতা জমা দিয়ে বিপত্তি! চাকরি না পেয়ে যা ঘটালেন আরেক তৃণমূল নেতা…
কেন্দ্র সরকার একবার বছরের শুরুতে অর্থাৎ প্রথমবার জানুয়ারিতে এই ভাতা বৃদ্ধি করেছিল। জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছে। এদিকে এবার পুজোর আগেই বিরাট সুখবর।
আরও পড়ুন: দুশ্চিন্তা বাড়িয়ে ফের শুরু ঝড়-জল! আজ থেকে টানা হলুদ সতর্কতা কলকাতা সহ এই ৫ জেলায়
চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরেই দ্বিতীয় দফায় বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। সূত্রের খবর, এবার মহার্ঘভাতা বেড়ে তার পরিমাণ হতে চলেছে ৪৫ শতাংশ। আর যেই খবরে রীতিমতো আনন্দে আত্মহারা কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কারণ পুজো-পার্বনের আগেই অনেকটা বেতন বাড়ছে তাদের।