বাংলা হান্ট ডেস্কঃ নয়া বছর যেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Workers) কাছে লটারি পাওয়ার সমান। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বিরাট সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Employee)। গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নিজের কর্মীদের জন্য একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার। আর নতুন বছরের শুরুতেই এবার আসছে সুখবর। তবে এবার এক বা দুই নয়, একসঙ্গে তিন তিনটি উপহার পেতে চলেছেন সরকারী কর্মীরা। জেনে নিন বিস্তারে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী তিন মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR) ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। আর ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়া মানেই বেতন এবং পেনশন বৃদ্ধি। তবে এর জন্য ২০২৪ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত AICPI সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে ডিএ এর ৫০ শতাংশ পাবেন। নভেম্বরের এআইসিপিআই সূচকের সংখ্যা বেরিয়ে গিয়েছে। যদিও ডিসেম্বরের ডেটা এখনও সামনে আসেনি, তা হাতে আসলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হার ৪৬ শতাংশ। এআইসিপিআইয়ের তথ্য অনুযায়ী মহার্ঘ ভাতার স্কোর ৪৯.৬৮ শতাংশে পৌঁছেছে। সূচকটি বর্তমানে ১৩৯ দশমিক ১ পয়েন্টে অবস্থান করছে। ওদিকে নয়া বছরে শুধু কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়বে এমনটা না, বাড়বে বাড়ি ভাড়া ভাতা অর্থাত্ এইচআরএও। যদি কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে ৫০ শতাংশ বা তার বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এইচআরএও HRA সংশোধন করা হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হলে HRA সংশোধন করা হবে।
আরও পড়ুন: আজকের রাশিফল ১ ফেব্রুয়ারি, মাসের শুরুতেই ব্যবসায় ঝড় তুলবে এই চার রাশি
উল্লেখ্য, বর্তমানে ২৭, ২৪, ১৮ শতাংশ হারে এইচআরএ দেওয়া হয়। এটি শহরগুলির জেড, ওয়াই, এক্স বিভাগে বিভক্ত। এবার যদিও মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে ৫০ শতাংশ হলে এইচআরএও বেড়ে হবে ৩০, ২৭, ২১ শতাংশ। ওদিকে ডিএ বৃদ্ধির ফলে ভ্রমণ ভাতাও (TA) ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বেতন ব্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা যুক্ত করলে ডিএ আরও বৃদ্ধি পেতে পারে।