সুপ্রিম কোর্টে DA মামলার মোড়ঘোরানো আপডেট! শুনানির আগেই বিরাট ‘খবর’, তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানাপোড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া DA সংক্রান্ত মামলা চলছে। গত ১৮ মার্চ শীর্ষ আদালতে এই মামলার শেষ শুনানি হয়েছিল। এরপর থেকে একাধিকবার শুনানি পিছিয়েছে। এদিকে বিগত প্রায় দু’মাস ধরে অপেক্ষায় বসে আছেন বাংলার অগুনতি সরকারি কর্মী। এই আবহে সামনে এল বড় আপডেট।

গত ১৯ মে সুপ্রিম কোর্টে (Supreme Court) গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। আগামী ৭ জুলাই ফের আদালত খুলবে। এরপর ১৫ জুলাই বকেয়া DA মামলার শুনানি হওয়ার কথা আছে। ওইদিনই ডিএ মামলা (Dearness Allowance) তালিকাভুক্ত করা রয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে শুনানি হওয়ার কথা। শুনানি দিন দশেক আগেই DA মামলা নিয়ে সামনে এল বড় আপডেট।

   

রিপোর্ট অনুসারে, আগামী ১৫ জুলাইয়ের মামলার অ্যাডভান্সড লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বকেয়া পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA সম্বন্ধিত স্পেশ্যাল লিভ পিটিশন। ওই লিস্টের ১৭৪তম মামলা (DA Arrear Case) এটি। এমতাবস্থায় বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রর বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলা নথিভুক্ত করা হয় তার ওপর শুনানির সম্ভাবনা নির্ভর করছে।

আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তের জেরে কমলা সতর্কবার্তা! এলো দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট আপডেট

এদিকে ইতিমধ্যেই DA আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সুপ্রিম কোর্টে DA মামলার জন্য জোরকদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে’। যদিও কোন বিখ্যাত আইনজীবীর হাতে এই মামলা লড়ার দায়িত্ব তুলে দেওয়া হবে সেটা এখনও জানাননি ভাস্কর।

Dearness Allowance DA arrear case letter sent to Supreme Court before hearing

উল্লেখ্য, শীর্ষ আদালতে বর্তমানে পঞ্চম বেতন কমিশন সম্বন্ধিত DA মামলা চলছে। বিগত প্রায় ৮ বছর ধরে এই টানাপোড়েন চলছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাই কোর্ট হয়ে এই মামলা সুপ্রিম কোর্ট অবধি এসেছে। আপাতত শীর্ষ আদালতের মুখ চেয়ে রয়েছে এই রাজ্যের অগুনতি সরকারি কর্মচারী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর