বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) ইস্যুতে উত্তাল রাজ্য। হাইকোর্টের গন্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টের দুয়ারে ঠেকেছে মামলা। যদিও সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। এরই মাঝে এবার ৫০% হারে মিলবে ডিএ (DA) এমনই এক পোস্ট সামনে এল। যা নিয়ে রীতিমতো তোলপাড়।
‘৫০ শতাংশ DA এক সপ্তাহে পাওয়া যাবে, যদি এই গ্রুপের ৯০,০০০ বন্ধু একসঙ্গে দাঁড়াই’- সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক পোস্ট। রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুক গ্রুপে সেই পোস্ট করেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনেরই এক সদস্য। তিনিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে সত্যিই কী সেটা সম্ভব? ধন্দ রয়েছে।
জানিয়ে রাখি, বর্তমানে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। গত ফেব্রুয়ারী মাসে বাজেট পেশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। এর আগে ১০ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্যের অধীনস্ত কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মে থেকে তাদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ। যদিও সেই দাবি মানতে নারাজ মমতা সরকার। এই আবহে ডিএ ৫০ শতাংশ বৃদ্ধি হওয়া সম্ভব কী না তা জানা নেই। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পান। কিছুদিন আগেই তা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে। ডিএ ৫০ শতাংশ হওয়ার পাশাপাশি বেড়েছে আরও বহু ভাতাও।
আরও পড়ুন: গরম হবে হাওয়া! আজ দক্ষিণবঙ্গে ৬০ কিমি বেগে আছড়ে পড়বে কালবৈশাখী: আবহাওয়ার খবর
পশ্চিমবঙ্গে অবশ্য রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পান। এখনও সপ্তম পে কমিশন গঠন হয় নি। কবে তা হবে সেই নিয়েও কোনো আপডেট নেই। শেষ কয়েকবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রতিবারই তা বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়।