বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (DA) ইস্যুতে উত্তাল রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের (State Government Employee’s) একাংশ। দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এই আবহেই এবার সরকারি কর্মচারীদের পদোন্নতির (Promotion) প্রক্রিয়া সহজ করল রাজ্য সরকার। গতকাল সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
যদিও সেই বৈঠকে ডাক পাননি ডিএ আন্দোলনকারীরা। বুধবারের বৈঠকে সরকার তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন এতদিন পর্যন্ত কাজে যোগ দেওয়ার পর ৮, ১৬ ও ২৫ বছর পর প্রমোশন না হলেও CAS-এর সুবিধা পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার সেই নিয়মে সরলীকরণ করে কাজে যোগ দেওয়ার ৮, ১৫ ও ২৪ বছরের মাথায় CAS-এর সুবিধা তারা।
পাশাপাশি নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়ানোর জন্য সেকশন অফিসার থেকে শুরু করে অ্যাডিশনাল সেক্রেটারির মতো পদের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। পদোন্নতির কারণে যেসব শূন্যপদ তৈরি হয়েছে সেগুলিও দ্রুত পূরণ করার চিন্তাভাবনা করা হচ্ছে।
শুধু তাই নয়, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের ক্ষেত্রেও নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। যারা হেলথ স্কিমের আওতায় ছিলেন তাদের জন্য ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বাড়ানো হলো। আগে হেল্থ স্কিমে দেড় লাখ পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যেত। যার পরিমান বাড়িয়ে এবার তা ২ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, নবান্ন সূত্রে খবর, সংখ্যালঘু দফতরের অধীনে এসএসকে ও এমএসকে শিক্ষকদের বার্ষিক ৩ শতাংশ করে ইনক্রিমেন্ট এর ঘোষণা করা হয়েছে। তাদের অবসর নেওয়ার সময় এককালীন তিন লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা হয়েছে। সরকারি কর্মীদের একাংশের মতে ডিএ নিয়ে ক্ষোভ কমাতেই এসব সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।