৩৯ শতাংশ DA মেটাতেই হবে মুখ্যমন্ত্রীকে! বাজেটে বকেয়া না পেলে যা করতে চলেছেন সরকারি কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ চাতকের মত দশা বাংলার রাজ্য সরকারি কর্মীদের। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) একাংশ। তবে লাভের লাভ কিছুই হয়নি। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ % হারে ডিএ পাচ্ছেন সেখানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ (DA) পাচ্ছেন। ফলত স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে তাদের।

DA মেটাতেই হবে মুখ্যমন্ত্রীকে! Dearness Allowance

আগামী ১২ ফেব্রুয়ারী পেশ হতে চলেছে রাজ্য বাজেট। বিধানসভা ভোটের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিভিন্ন কর্মীর বেতন বৃদ্ধি ও নতুন করে নিয়োগ নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে রাজ্য বাজেটে। বাজেট ডিএ নিয়েও কিছু ঘোষণা করবে এমনই আশায় রয়েছেন এরাজ্যের সরকারি কর্মীরা।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ এর ফারাক ৩৯%। বাজেটে সেই ৩৯% ডিএ না পেলে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ। এবারে বাজেটে যাতে রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করা হয় সেই দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।

Dearness Allowance

এই প্রসঙ্গে কোর কমিটির সদস্য নির্ঝর কুণ্ডু বলেন, ‘রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিক। সরকার এটা করতে বাধ্য। অপেক্ষারও একটা সীমা থাকে। আমরা এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। ডিএ দেবেন কি দেবেন না, তা মাননীয়া মুখ্যমন্ত্রীর সদিচ্ছার ওপরে নির্ভর করছে না।’ বকেয়া ৩৯ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার জোড়ালো দাবি জানিয়েছেন তিনি।

dearness allowance

আরও পড়ুন: আইন আসুক! গোটা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করা হোক! হেভিওয়েট তৃণমূল তারকা সাংসদের দাবিতে শোরগোল

উল্লেখ্য, পরপর দু’বার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারেও কি তেমন কিছু হতে পারে? আশায় সরকারি কর্মীরা। ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর অর্থাৎ ২০২৪ সালের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হয়েছিল। সবমিলিয়ে ১৪ শতাংশে পৌঁছেছে ডিএ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর