বাংলা হান্ট ডেস্ক: আজ থেকে ঠিক ১০ দিন পর অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় কর্মচারীদের সুখবর দেবে সরকার। জানা যাচ্ছে যে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, আগামী মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা DA (Dearness Allowance) ৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।
ফের বাড়বে DA (Dearness Allowance):
এদিকে এর ফলে কর্মচারীদের DA (Dearness Allowance) বেড়ে ৫৩ শতাংশ হবে। তবে, করোনার মতো ভয়াবহ মহামারী চলাকালীন কর্মচারীদের আটকে রাখা DA এরিয়ার জারির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও আপডেট পাওয়া যায়নি।
বছরে দু’বার DA বাড়ানো হয়: মূলত, কেন্দ্রীয় সরকার প্রতি বছর ২ বার তার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ায়। একবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার জুলাই মাসে। এমন পরিস্থিতিতে, কেন্দ্রে নতুন সরকার গঠনের পর থেকে, DA (Dearness Allowance) বৃদ্ধির বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। যার জন্য কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসেই সুসংবাদ দিতে পারে সরকার। এই বৃদ্ধি করা হবে সপ্তম বেতন কমিশনের অধীনে।
কত বাড়বে DA: জানিয়ে রাখি যে, ২০২৪ সালের জানুয়ারিতে সরকার DA ৪ শতাংশ বাড়িয়েছিল। এর পরে কেন্দ্রীয় কর্মীদের DA (Dearness Allowance) বেড়ে হয় ৫০ শতাংশে। এমন পরিস্থিতিতে, জুলাই মাসেও ৩ বা ৪ শতাংশ বৃদ্ধি প্রত্যাশিত রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, যদি একজন কর্মচারীর মাসিক বেতন ৫০ হাজার টাকা হয়, তবে তাঁর মহার্ঘ ভাতা হবে ২ হাজার টাকা। এদিকে, জুলাই মাসে DA এবং বেতন বৃদ্ধির পরে, কর্মচারীদের আরও একাধিক ভাতা বাড়বে। যা তাঁদের মুদ্রাস্ফীতির হাত থেকে বড় স্বস্তি দেবে।
আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় উপহার রেলের! এবার বন্দে ভারত হতে চলেছে ২৪ কোচের, থাকবে প্যান্ট্রি কারও
সরকার DA এরিয়ার নিয়ে বিবেচনা করছে না: জানিয়ে রাখি, সম্প্রতি সংসদের বাদল অধিবেশন চলাকালীন, সদস্যরা মহার্ঘ ভাতার বকেয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেন। ওই প্রশ্নে বলা হয় “করোনার মতো ভয়াবহ মহামারী চলাকালীন আটকে রাখা কেন্দ্রীয় কর্মচারী/পেনশনভোগীদের ১৮ মাসের DA (Dearness Allowance)/পেনশন কি সরকার সক্রিয়ভাবে প্রকাশ করার বিষয়ে বিবেচনা করছে?” যার উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছেন, “না”।