বয়স মাত্র ৩৯! ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলার ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্ক: বছরের শেষে বড়সড় দুঃসংবাদ রাজ্যের ক্রিকেটজগতে। মাত্র ৩৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই না ফেরার দেশে পাড়ি দিলেন (Death) বাংলার ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। কলকাতা ময়দানে তিনি পরিচিত ছিলেন “ঘোড়া” নামে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার সকালে সোনারপুরের বাড়িতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু (Death) শুভজিতের:

এদিকে, শুভিজতের আচমকাই প্রয়াণের (Death) প্রসঙ্গে ইস্টবেঙ্গলের হয়ে গত মরশুমে সেঞ্চুরি করা ক্রিকেটার সুরজিৎ যাদব জানিয়েছেন সোমবার সকালে ঘুম থেকে উঠে প্রাতঃরাশ সেরে ফের ঘুমিয়ে পড়েছিলেন শুভজিৎ। এমতাবস্থায়, শুভজিতের বাবা বেলার দিকে তাঁকে ডাকাডাকি করলেও না ওঠায় শেষ পর্যন্ত চিকিৎসকদের খবর দেওয়া হয়। পরবর্তীকালে দু’জন চিকিৎসক শুভজিৎকে মৃত বলে ঘোষণা করেন।

Death of a Bengali cricketer in his sleep.

এদিকে, শুভজিতের অকাল মৃত্যুতে (Death) সিএবি-র পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি-র অন্যতম কর্তা সঞ্জয় দাস শুভজিতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সিএবি-র পতাকা অর্ধনমিত রাখার বিষয়টি জানান। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালের ৭ নভেম্বর বিজয় হাজারে ট্রফির পূর্বাঞ্চলীয় ম্যাচে ওড়িশার বিরুদ্ধে বাংলার হয়ে খেলতে নামেন শুভজিৎ। অভিষেক ম্যাচেই ৫১ বলে ৩৩ রান করেন তিনি। যেটি ২৫ রানে জিতে যায় বাংলা। ওই সময়ে দলের অধিনায়ক ছিলেন লক্ষ্মীরতন শুক্লা।

আরও পড়ুন: এবার মহাকাশেও উৎপন্ন হবে ফসল? ফের ইতিহাস গড়ার পথে ISRO-র PSLV-C60 মিশন

২০১৪ সালেই ভাদোদরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে শুভজিতের। সব মিলিয়ে ডানহাতি ব্যাটার শুভজিৎ ৩ টি রঞ্জি ও ৪ টি লিস্ট এ ম্যাচ খেলেন। এর পাশাপাশি তিনি দাপটের সাথে  ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন। স্থানীয় ক্রিকেটে প্রণব নন্দীর প্রশিক্ষণে প্রচুর রান করার পাশাপাশি গত মরশুমেও শুভজিৎ খেলেছেন মনোহরপুকুর মিলন সমিতির হয়ে।

আরও পড়ুন: খেলরত্ন পুরস্কারের তালিকায় গায়েব মনু ভাকেরের নাম! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পরিবারের সদস্যরা

এমতাবস্থায়, শুভজিতের মৃত্যুর (Death) খবরে শোকবিহ্বল হয়ে পড়েছেন লক্ষ্মীরতন শুক্লাও। বর্তমানে হায়দ্রাবাদে রয়েছেন তিনি। সেখান থেকেই ফোনে শোকজ্ঞাপন করেছেন লক্ষ্মীরতন। এদিকে, জানা গিয়েছে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে অনিয়ন্ত্রিত জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন শুভজিৎ। কেউ কেউ আবার বলছেন মদ্যপানেও আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকেই শুভজিৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর