খারাপ খবর : তিন বছরের তিনটি শিশুর মৃত্যু নদীয়াতে

বাংলা হান্ট ডেস্ক : খেলতে খেলতে পা পিছলে খালের জলে পড়ে গিয়ে মৃত্যু হল তিন শিশুর।শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদীয়ার থানার পাড়া থানার মুক্তার পুরে।

মৃত তিন শিশুর নাম সোহানা খাতুন(9),সোহিনী খাতুন(8),ও সঞ্চিতা খাতুন।সূত্রের খবর,নদীয়ার থানার পাড়া থানার মুক্তার পুরের বাসিন্দা ওই তিন বান্ধবী শুক্রবার দুপুরে খাল সংলগ্ন চাষের জমিতে খেলছিল।পুলিশ সূত্রে খব,খেলার সময় হঠাৎই পা পিছলে তিনজন খালের জলে পড়ে যায়।

GettyImages 1127547552দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে খালের জলে তাদের মৃতদেহ ভাসতে দেখে।ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।মৃত তিন শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Udayan Biswas

সম্পর্কিত খবর