ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে! মাদ্রাসার ছাত্রদের নিয়ে নৌকাডুবি, এখনো পর্যন্ত মৃত ৪৮

বাংলাহান্ট ডেস্ক : অর্থনৈতিক বিপর্যয়ে নাস্তানাবুদ পাকিস্তান (Pakistan)। এবার আরও এক বিপর্যয়ের মুখোমুখি তারা। গত বছর ভয়াবহ বন্যায় পাকিস্তানের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এবার ঘটল নৌকাডুবির (Boat Sinking) ঘটনা। নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৪৮ জনের মৃতদেহ (Dead Body)।

আজ নতুন করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলার তান্ডা লেক থেকে উদ্ধার হয়েছে ১৮টি দেহ। তবে এখানেই শেষ নয়। এখনও তল্লাশি অভিযান চলছে তান্ডা জলাধারে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আজম খান সব রকম ভাবে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্গতদের জরুরী ত্রাণ দেওয়ার জন্য। পুলিশ জানিয়েছে, গত রবিবারের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলার তান্ডা লেকে নৌকার ডুবির ঘটনা এখনও পর্যন্ত ৯ জন মাদ্রাসা ছাত্র নিখোঁজ।

আশঙ্কা করা হচ্ছে তাদের মৃত্যু ঘটেছে। এখনও স্পষ্ট নয় সেই নৌকাতে কতজন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, কোহাট জেলার একটি মাদ্রাসার ছাত্রদের গত রবিবার নৌকা করে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। তান্ডা লেকে আচমকাই সেই নৌকাটি ডুবে যায়। নৌকার কয়েকজন যাত্রী স্থলভাগে উঠতে পারলেও অধিকাংশই ডুবে যান।

Pakistan Flood 1

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসন। উদ্ধারকারী দল প্রথম দফায় বেশ কিছু নিথর দেহ উদ্ধার করে। এরপর সোমবার ৪ ছাত্র ও ১৮ টিরও বেশি দেহ উদ্ধার করা হয়। ফলে এখনও পর্যন্ত পাকিস্তানে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৪৮। তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে তান্ডা লেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর