বাংলাহান্ট ডেস্ক: বাঙালি সিরিয়ালের (Serial) পোকা। আর দর্শকদের নজর টানতে ভিন্ন ধরণের গল্প নিয়ে আসার চেষ্টা করছেন বিভিন্ন চ্যানেলের সিরিয়াল নির্মাতারা। সাধারণত সেরা দশের টিআরপি তালিকায় প্রথম সারির দুই চ্যানেলের মধ্যেই রেষারেষি চলে। তাই বলে অন্য চ্যানেলগুলো যে ফেলনা এমনটা কিন্তু নয়। অন্য চ্যানেলগুলিতেও বেশ ভাল ভাল গল্প নিয়ে সিরিয়াল তৈরি হচ্ছে। কিন্তু দর্শকদের আক্ষেপ, শুধুমাত্র প্রথম সারির চ্যানেল নয় বলে টিআরপি ওঠে না সিরিয়ালগুলির।
খুব শীঘ্রই এমনি একটি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে সান বাংলা চ্যানেলে। নাম ‘আলোর ঠিকানা’। মুখ্য চরিত্রে দেবাদৃতা বসু (Debadrita Basu) এবং জন ভট্টাচার্য (John Bhattacharya)। আগেই জানিয়েছিলাম, পর্দার ‘আলো’ এবং ‘ওমি আগরওয়াল’ এবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সিরিয়ালে।
দুজনেই জি বাংলার সিরিয়ালে অভিনয় করেছেন। প্রথমে জি বাংলার ‘জয়ী’ সিরিয়াল দিয়েই অভিনয়ে পা রাখেন দেবাদৃতা। গ্রামের এক ফুটবল পাগল মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বেশ হিট হয়েছিল সিরিয়ালটি। তারপর ওই চ্যানেলেই ‘আলো’ রূপে আত্মপ্রকাশ করেন দেবাদৃতা। এখানে অবশ্য মুখ্য চরিত্রের গুরুত্ব ভাগ করতে হয়েছিল ‘ছায়া’র সঙ্গে।
‘আলো ছায়া’র জনপ্রিয়তার পর চ্যানেল বদলান দেবাদৃতা। স্টার জলসায় ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ সিরিয়ালে ফের মুখ্য চরিত্রে ফেরেন তিনি। কিন্তু এবারে আর ভাগ্য সহায় হয়নি দেবাদৃতার। টিআরপি কম থাকায় মাঝপথেই বন্ধ হয়ে যায় সিরিয়ালটি। তারপর টানা ছয় মাসের বিরতি শেষে আবার নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন দেবাদৃতা।
অন্যদিকে জনকেও দেখা গিয়েছিল জি এর ‘রিমলি’ সিরিয়ালে। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সে সিরিয়াল। তারপরেই ‘মিঠাই’ তে খলনায়ক ওমি হয়ে ফেরেন তিনি। খলনায়ক হলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওমি আগরওয়াল চরিত্রটি। তবে হঠাৎ জি ছেড়ে সান বাংলায় কেন চলে যাচ্ছেন জন তা স্পষ্ট নয়।
https://www.instagram.com/tv/ChRKA0tBzqB/?igshid=YmMyMTA2M2Y=
মিঠাইতে এখনো শেষ হয়নি ওমির কাণ্ডকারখানা। চরিত্রটি সত্যিই বিদায় নেবে নাকি জন দুই সিরিয়ালে একসঙ্গে অভিনয় করবেন তা তিনিও বলতে পারেননি। এর মধ্যেই নতুন সিরিয়ালের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দেবাদৃতা। আলোর মধ্যে দিয়ে ফুটে উঠছে জন ও দেবাদৃতার মুখ। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, শীঘ্রই আসছে নতুন প্রোজেক্ট।