মাদকাসক্ত ভাই ‘বেশ‍্যা’ বলত! আত্মহত‍্যার চেষ্টা করার আগে চিঠিতে বিষ্ফোরক অভিযোগ দেবলীনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক আত্মহত‍্যার (Suicide) খবর শুনতে শুনতে ক্লান্ত টলিপাড়া। শনিবার যখন আরো এক উঠতি অভিনেত্রীর আত্মহত‍্যার চেষ্টা করার খব‍র এল, তখন আঁতকে উঠেছিলেন সকলে। কালনার মেয়ে, বর্তমানে মুকুন্দপুরের বাসিন্দা দেবলীনা দে (Debalina Dey), একজন উঠতি অভিনেত্রী আত্মহত‍্যার চেষ্টা করেন। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত‍্যার চেষ্টা করেন বলে খবর। তবে পুলিসি তৎপরতায় রক্ষা পান দেবলীনা। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বৃস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্ট করে নিজের পরিবারকে দায়ী করেন দেবলীনা। সোশ‍্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বেঁচে থাকার জন‍্য অনেক স্ট্রাগল করেছি। সবকিছুর জন‍্য শুধু আমার পরিবার দায়ী। এখন আমার শান্তি চাই। বিদায়।’


পাশাপাশি জানা যাচ্ছে, আত্মহত‍্যার চেষ্টা করার জন্য আগে আরো একটি চিঠি লিখেছিলেন দেবলীনা। সংবাদ মাধ‍্যম সূত্রে সেই চিঠি প্রকাশ‍্যে এসেছে। সেই চিঠিতে উঠতি অভিনেত্রী লিখেছেন, ‘আমার মৃত‍্যুর জন‍্য সবাই দায়ী। মূলত আমার পরিবার, আমার মা। পৃথিবীর সবচেয়ে বড় বোকা ও অবাস্তববাদী মানুষ।’

চিঠিতে একাধিক মানুষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন দেবলীনা। তাদের মধ‍্যে রয়েছে তাঁর নিজেল ভাই। তাঁর ভাই নাকি মাদকাসক্ত। গাঁজা, চরস থেকে মদ কোনো কিছুই বাদ নেই। শুধু তাই নয়। দেবলীনা আরো দাবি করেছেন, তাঁর পেশাকে নাকি ‘বেশ‍্যাবৃত্তি’র সঙ্গে তুলনা করতেন তাঁর ভাই।

চিঠিতে শুভজিৎ রক্ষিত এবং কৌশিক রায় নামে দুজনের নামও উল্লেখ করেছেন দেবলীনা‌। তিনি জানিয়েছেন, শুভজিৎ তাঁকে টাকা পাঠান। আর তার জন‍্য নোংরা কথাও বলেন। কৌশিক রায় সম্পর্কে উঠতি অভিনেত্রী চিঠিতে লিখেছেন, তিনি তাঁকে ব‍্যবহার করে অন‍্য একজনকে বিয়ে করে সংসার করছেন। এই চিঠির সত‍্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

জানা গিয়েছে, গত ২২ জুন নিজের ২৮ তম জন্মদিনে কালনার বাড়িতে উদযাপন করেছিলেন দেবলীনা। সেদিনই বাবাকে জানান, একটি ফ‍্যাশন বুটিক খুলতে চান তিনি। সেই বাবদ প্রায় লাখখানেক টাকা চেয়ে বসেন ওই উঠতি মডেল। শুনেই পত্রপাঠ নাকচ করে দেন তাঁর বাবা। আপত্তি জানান ভাইও।

এই নিয়ে নাকি ভাইয়ের সঙ্গে একচোট কথা কাটাকাটি হয়ে যায় দেবলীনার। বিষয়টা হাতাহাতিতে গড়ানোর পর সেদিন রাতেই সোশ‍্যাল মিডিয়ার সব প্ল‍্যাটফর্ম থেকে ভাইকে ব্লক করে দেন মডেল‌। পরের দিন পরিবারের সদস‍্যরাই একটি গাড়ি ভাড়া করে কলকাতায় পাঠান তাঁকে। ফিরেই ওই কাণ্ড ঘটান দেবলীনা।

সম্পর্কিত খবর

X